অরুণাচলে রাজ্য ফুটবল লিগ এই মরশুম থেকে ফ্র্যাঞ্চাইজি-লিগ

অরুণাচলের রাজ্য ফুটবল লিগ ইন্দ্রজিৎ নামচুম লিগ অনেকদিন ধরেই চলছে। এবার সেই রাজ্য ফুটবল লিগকে ফ্র্যাঞ্চাইজি লিগে বদলে দেওয়া হল। জুলাইয়ে কোম্পানিগুলোর সাথে রাজ্য ফুটবল সংস্থার মৌ-চুক্তি সম্পন্ন হয়েছে। বিগত কয়েক বছরের লিগে রাজধানী ইটানগরের ক্লাবগুলির আধিক্য বন্ধ করে পুরো রাজ্যটিকে দশটি অঞ্চলে ভাগ করে প্রতি অঞ্চল থেকে একটি করে ক্লাব নিয়ে দশ দলের লিগ এবার আয়োজিত হবে। রাজ্য ফুটবল সংস্থার পরিকল্পনা অনুযায়ী ফ্র্যাঞ্চাইজি লিগে প্রতিটি ক্লাব ১৮ থেকে ২৫ জন ফুটবলার নিতে পারবে। এর মধ্যে কোনও ম্যাচে মাঠের একাদশে কমপক্ষে সাতজন অরুণাচলী ফুটবলার রাখতে হবে ক্লাবগুলিকে, যার মধ্যে কমপক্ষে চারজন ক্লাবগুলি যে অঞ্চলের প্রতিনিধিত্ব করছে সেই অঞ্চল থেকে হতে হবে। এছাড়াও প্রত্যেকটি দলে একজন করে স্থানীয় অনুর্দ্ধ-২১ ফুটবলার রাখতেই। কোটার বাইরে ভিনরাজ্যের ফুটবলার বৈধ হলেও বিদেশী ফুটবলার খেলানো যাবে না। ফ্র্যাঞ্চাইজি লিগ হলেও যেহেতু এটি রাজ্যের সর্বোচ্চ লিগ, তাই এই লিগের সেরা ক্লাব, তৃতীয় ডিভিশন আই লিগ খেলার সুযোগ পাবে।