বিবেকানন্দের স্মরণে রাজ্য সরকারের নতুন ফুটবল টুর্নামেন্ট স্বামী বিবেকানন্দ কাপ

স্বামী বিবেকানন্দের স্মরণে নতুন প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে রাজ্য ক্রীড়া দফতর। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জানান করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর, শিকাগোর বিশ্ব ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দের ভাষণ একটি ঐতিহাসিক ঘটনা। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA)-ও প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৯৩ সালে। অর্থাৎ দেখা যাচ্ছে, বিবেকানন্দের শিকাগো ভাষণ এবং আইএফএ প্রতিষ্ঠা বছর একই। সেই কারণে এই বিশেষ টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছে রাজ্য ক্রীড়া দফতর। ক্রীড়ামন্ত্রী বলেন, “স্বামীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিকাগো বক্তৃতার ১৩৩ বছরের স্মরণে আমরা একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চলেছি। যুবকল্যাণ ক্রীড়া দপ্তর এবং আইএফএ যৌথভাবে এই প্রতিযোগিতা আয়োজন করবে। এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ কাপ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ।” অরূপ বিশ্বাস আরও বলেন, “এটা আন্তঃজেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ হিসাবে খেলা হবে। ২৩টা জেলাই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। প্রতিটি জেলায় ৮টি করে ক্লাবকে নিয়ে জেলাভিত্তিক প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতা শুরু হবে ঐতিহাসিক দিনেই, ১১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে। স্বামীজির তৈরি বেলুড় মঠের নিজস্ব মাঠে বসবে এই টুর্নামেন্টের আসর।”