১০ বছর পর আবার ফাইনালে বাংলা; দিল্লির বিরুদ্ধে রক্ষণ জমাট করে নামার ভাবনা

পিছিয়ে পড়েও শেষমুহূর্তের গোলে নাটকীয় জয় পেয়ে ১০ বছর পর সাব-জুনিয়র ন্যাশনালের ফাইনালে উঠল বাংলা। মঙ্গলবার সকালে অমৃতসরে গৌতম ঘোষের প্রশিক্ষণাধীন বাংলা মনিপুরকে ৩-২ গোলে হারায়। প্রথমার্ধের ২৮ মিনিট সানাতোম্বা সিং মণিপুরের হয়ে সমতা ফেরায়। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটের মোমো সিং মণিপুরের হয়ে ব্যবধান বাড়ায়। খেলার অন্তিম লগ্নে নাটকীয় পরিবর্তন। ৯০+ ২ মিনিটে বাংলাকে আবার সমতায় ফেরায় সাগ্নিক কুণ্ড। শেষ বাঁশি বাজার ঠিক আগে বাংলার অধিনায়ক ভোলা রাজওয়ার ফ্রিকিকে গোল করে দলকে ফাইনালের ছাড়পত্র এনে দেয়। আগামী বৃহস্পতিবার বাংলার সামনে ফাইনালে দিল্লি। প্যারালাল স্পোর্টসের সঙ্গে ম্যাচের পর অমৃতসর থেকে ফোনে কথা বলার সময় গৌতম ঘোষ বললেন, “দিল্লির খেলা দেখলাম। ওদের ফুটবলটা মূলত শারীরিক আর লং-পাসের ওপর দাঁড়িয়ে। রক্ষণকে একটু জমাট করে খেলতে হবে।” মণিপুরের বিরুদ্ধে ছেলেদের লড়াইয়ে খুশি গৌতম। “এই দলটায় অধিকাংশ ছেলেই প্রথমবার ন্যাশনাল খেলছে। প্রথমবার ওরা ৯০ মিনিটের ম্যাচও খেলছে। আর মাঠও বড়। ইলেভেন-সাইড মাঠ। সেই অনভিজ্ঞতা নিয়েও ছেলেদের লড়াই প্রশংসার যোগ্য।”