ব্যর্থ সিন্ধু-প্রণয়, সুদিরমান কাপের সেমিফাইনালে যাওয়া এবারও স্বপ্নই থেকে গেল ভারতের

হল না। এবারও হল না। সুদিরমান কাপের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন এবারও অধরাই রয়ে গেল ভারতের। এবারও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল। মঙ্গলবার ইন্দোনেশিয়ার কাছে ১-৪ ম্যাচে হেরে গেলেন সিন্ধু-প্রণয়রা। এর আগে ডেনমার্কের কাছেও একই ফলে হারতে হয়েছিল। এখন ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলবে ভারত। তবে শুধু নিয়মরক্ষা নয়, ওই ম্যাচে হারলে গ্রুপে সবার নিচে থেকে শেষ করতে হবে। এই গ্রুপ থেকে কোয়ালিফাই করে গেল ইন্দোনেশিয়া ও ডেনমার্ক। ভারতের সঙ্গে বিদায় নিল ইংল্যান্ডও। মঙ্গলবার অবশ্য শুরুটা ভাল হয়েছিল। মিক্সড ডাবলসের ম্যাচটি জিতেই শুরু করেছিল ভারতীয় দল। কিন্তু এরপর নিজেদের সিঙ্গলসে হারেন পিভি সিন্ধু ও এইচএস প্রণয়। পুরুষ ও মহিলাদের ডাবলসেও হারে ভারত। এই টুর্নামেন্টে ভারতের পুরুষ ও মহিলা দুই বিভাগেই সেরা দুটি ডাবলস জুটিকে পায়নি টিম ইন্ডিয়া। চোটের জন্য খেলতে পারেননি সাত্ত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি জুটি ও ত্রিসা জলি-গায়ত্রী গোপিচাঁদ জুটি। ২০২২ টমাস কাপ ও ২০২৩ এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ দলের সাফল্যের পর আশা জেগেছিল, এবারের সুদিরমান কাপে হয়ত প্রথমবার সেমফাইনালে ওঠা যাবে। কিন্তু চিনে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট থেকেও এক রাশ হতাশা নিয়েই ফিরতে হচ্ছে। সাত্ত্বিক-চিরাগ ও ত্রিসা-গায়ত্রীরা থাকলে হয়ত অনেক বেশি লড়াই করতে পারত টিম ইন্ডিয়া। কিন্তু তাঁরা তো ছিলেনই না, পাশাপাশি চূড়ান্ত ব্যর্থ হলেন সিন্ধু-প্রণয়রাও।
রবিবার থেকে শুরু সুদিরমান কাপ, কঠিন চ্যালেঞ্জের মুখে সিন্ধুরা

কঠিন, ভীষণ কঠিন চ্যালেঞ্জের মুখে লক্ষ্য সেন, পিভি সিন্ধুরা। সুদিরমান কাপে সেরা দল নিয়ে নামতে পারছে না ভারত। যা কিছু আশা পিভি সিন্ধু, লক্ষ্য সেন ও এইচ এস প্রণয়কে নিয়ে। রবিবার থেকে চিনে শুরু হচ্ছে ব্যাডমিন্টনের ঐতিহ্যশালী এই মিক্সড টিম ইভেন্ট। চোটের জন্য ছিটকে গিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ শেট্টি জুটি। ভারতের সেরা মহিলা ডাবলস জুটি গায়ত্রী গোপিচাঁদ ও ত্রিসা জলিও খেলতে পারবেন না চোটের জন্যই। ফলে যা কিছু আশা ওই সিন্ধু-লক্ষ্যদের ঘিরেই। এর সঙ্গে যোগ করুন ভারতের প্রতিপক্ষ কারা। ডি গ্রুপে আছে ভারত। যে গ্রুপকে বলা হচ্ছে গ্রুপ অফ ডেথ। গ্রুপে রয়েছে ব্যাডমিন্টনের আরও তিন সুপার পাওয়ার। এশিয়া চ্যাম্পিয়ন ইন্দানেশিয়া ইউরোপ চ্যাম্পিয়ন ডেনমার্ক ও শক্তিশালী ইংল্যান্ড। তাই বিরাট চ্যালেঞ্জ সিন্ধুদের সামনে। গ্রুপ থেকে দুটি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে। ভারতের প্রথম প্রতিপক্ষ ডেনমার্ক। এমনিতে সিন্ধু, লক্ষ্য ও প্রণয় কেউই ভাল ফর্মে নেই, তবু নিজেদের দক্ষতাকে তুলে ধরে যদি সিঙ্গলসের ম্যাচ ছিনিয়ে আনতে পারেন, তারপরেও কি অনভিজ্ঞ ডাবলস জুটির পক্ষে এত বড় চ্যালেঞ্জ জেতা সম্ভব হবে? হলে সেটা মিরাকল। এখন দেখার ভারতকে কতটা লড়াইয়ে রাখতে পারেন সিন্ধু-লক্ষ্যরা।