সুনীলকে ক্যাম্পে ডাকলেন না খালিদ; যোগ দিলেন ২২জন ফুটবলার

মানোলো মার্কুয়েজের ডাকে অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন সুনীল ছেত্রী। কিন্তু খালিদ জামিলের আমলে তিনি ব্রাত্য হয়ে পড়লেন। জাতীয় দলের প্রস্তুতি শিবিরে ডাক পেলেন না ভারতের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা এবং প্রাক্তন অধিনায়ক। সেপ্টেম্বরে ভারত খেলবে কাফা নেশনস কাপে। এই টুর্নামেন্টই হবে সদ্য জাতীয় কোচ হওয়া খালিদ জামিলের প্রথম টুর্নামেন্ট। জাতীয় দলের প্রস্তুতি শিবিরে ৩৫ জন ফুটবলারের নাম ঘোষণা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। শুক্রবার থেকে শুরু হওয়া জাতীয় শিবিরে যোগ দিয়েছেন ২২ জন ফুটবলার। তবে ডুরান্ড চলার জন্য ইস্টবেঙ্গল, মোহনবাগান, জামশেদপুর এফসির মোট ১৩ জন ফুটবলার যোগ দিতে পারেননি শিবিরে। এআইএফএফ তরফে এই তিন ক্লাবের কাছে অনুরোধ করা হয়েছে জাতীয় স্বার্থে তাদের ফুটবলারদের ছেড়ে দিতে। মোহনবাগান থেকে ডাক পেয়েছেন দীপক টাংরি, অনিরুদ্ধ থাপা, লিস্টন কোলাসো, মনবীর সিং, লালেনমাওইয়া রালতে, বিশাল কাইথ ও সাহাল আবদুল সামাদ। ইস্টবেঙ্গল থেকে জাতীয় শিবিরে যাবেন নাওরেম মহেশ, আনোয়ার আলি ও জিকসন সিং। যারা ইতিমধ্যে বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছেনঃ গোলরক্ষক: অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু, হৃতিক তিওয়ারি। ডিফেন্ডার: আকাশ মিশ্র, অ্যালেক্স সাজি, বরিস সিং থাংজাম, চিংলেনসানা সিং কনশাম, হামিংথানমাওইয়া রালতে, রাহুল ভেকে, রোশন সিং নওরেম, সন্দেশ ঝিঙ্গান, সুনীল বেঞ্চামিন। মিডফিল্ডার: আশিক কুরুনিয়ান, দানিশ ফারুক ভাট, নিখিল প্রভু, রাহুল ক্যানোলি প্রবীণ, সুরেশ সিং ওয়াংজাম, উদান্ত সিং কুমাম। ফরোয়ার্ড: ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, রহিম আলি, বিক্রম প্রতাপ সিং। কোচ: খালিদ জামিল