ছয় গোলে হারের পর নেমারদের চড় মারার হুমকি! ক্লাবের গেট ভেঙে চড়াও স্যান্টোস সমর্থকরা

ব্রাজিল প্রিমিয়ার লিগে ভাস্কোর বিরুদ্ধে ৬ গোলে হারের পর সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন নেমার। গত জুনে ব্রাজিলের ক্লাবের নতুন চুক্তিতে সই করেছিলেন নেইমার। সম্প্রতি ব্রাজিল প্রিমিয়ার লিগে স্যান্টোসকে ৬ গোলে বিধ্বস্ত করেছে ভাস্কো দা গামা। হারের পর আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি ব্রাজিলীয় ফুটবলার। মাঠেই কাঁদতে দেখা যায় তাঁকে। ম্যাচের ঘন্টাখানেকের মধ্যে বরখাস্তও করা হল স্যান্টোস কোচকে। তাতেও ক্ষোভ মেটেনি ক্লাবের সমর্থকদের। লিগ টেবিলে স্যান্টোস রয়েছে ১৫তম স্থানে। অবনমনের ভয় এখনও কাটেনি। নেমারদের অনুশীলনের পরও আছড়ে পড়ল তাঁদের বিক্ষোভ। ক্লাবের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন তাঁরা। ক্লাব কর্তাদের পদত্যাগের দাবিতে সোচ্চার হন সমর্থকরা। নেমার-সহ অন্যান্য ফুটবলাররাও তাঁদের মুখোমুখি হন। ৩৩ বছর বয়সি তারকাকে উদ্দেশ্য করে তারা বলেন, “আপনি কাঁদলে দলের মনোবল কোথায় থাকবে?” সব প্লেয়ারদের তাঁরা বলেন, “আপনাদেরও গালে চড় মারা উচিত!” নেমাররা ঠান্ডা মাথাতেই সমর্থকদের মুখোমুখি হওয়ার পর ব্রাজিলের জাতীয় তারকা বলেছেন, “আমিও খুব হতাশ। আপনাদের প্রতিবাদ করার পূর্ণ অধিকার হয়েছে। কিন্তু হিংসাত্মক কিছু করবেন না। আমাদের অপমান করুন। আমরা নিজেরাও লজ্জিত। কেরিয়ারে এত খারাপ অবস্থার মধ্যে দিয়ে কখনও যাইনি।”