রাজ্য ক্রীড়া দফতর ও আইএফএ-র উদ্যোগে শুরু স্বামী বিবেকানন্দ কাপ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ

স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) শিকাগো বক্তৃতার ১৩৩ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যের ক্রীড়া দপ্তর ও আইএফএ (IFA) যৌথ উদ্যোগে শুরু হচ্ছে ‘স্বামী বিবেকানন্দ কাপ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ’(Swami Vivekananda cup)। নবান্নের অ্যানেক্স ভবনে সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়ে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস(Arup Biswas)। আর সেই ঘোষণা অনুযায়ী, ১১ সেপ্টেম্বর হাওড়ার বেলুড়ে শুরু হলো এই প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠান হলো রামকৃষ্ণ মিশন বিদ্যায়াতনের মাঠে, যেখানে উপস্থিত ছিলেন মোহনবাগান(Mohunbagan), ইস্টবেঙ্গল(Eastbengal), মহামেডান(Mohammedan)—এই তিন প্রধানের প্রাক্তন খেলোয়াড় ও কর্তারা। মঞ্চে ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি ও সচিব অনির্বাণ দত্তও। প্রথমে প্রতিটি জেলার মধ্যে প্রতিযোগিতা হবে। ২৩ জেলার প্রতিটিতে প্রায় ৮টি দল খেলবে। সেখান থেকে সেরা দুটি দল যোগ দেবে আন্তঃজেলা পর্যায়ে। গোটা টুর্নামেন্টে মোট ৩৯০টি ম্যাচ হবে, যা চলবে মার্চ ২০২৬ পর্যন্ত। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় এভারগ্রিন স্পোর্টস বনাম মাকড়দহ ইউনিয়ন-এর মধ্যে। ম্যাচে মাঠ ভর্তি ছিল স্থানীয় দর্শকে অরূপ বিশ্বাস বলেন, “ভারতের ফুটবলের অগ্রগতি সম্ভব নয় বাংলার প্রতিনিধিত্ব ছাড়া। জেলার প্রান্তিক প্রতিভারা সুযোগ পেলেই দেশের ফুটবলে নতুন রক্ত আসবে। এই প্রতিযোগিতা শুধু ফুটবল জনপ্রিয় করবে না, জাতীয় স্তরে প্রতিভা জোগানেও সাহায্য করবে।” বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ভারত ১৩৭ নম্বরে। মন্ত্রীর কথায়, রাজনৈতিক টানাপোড়েন দেশের ফুটবলের অগ্রগতিকে অনেকটা পিছিয়ে দিয়েছে। তাই এই চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসা তরুণরাই হতে পারে ভবিষ্যতের ভরসা, জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।