প্রয়াত ক্রীড়াসাংবাদিক তপন দাম

চলে গেলেন তপন দাম। অসুস্থ ছিলেন বেশ কিছুদিন। সোমবার শিয়ালদায় নিজের বাড়িতেই প্রয়াত হলেন তিনি। প্রায় ৪৫ বছরেরও বেশি সময় ধরে যুক্ত ছিলেন ক্রীড়াসাংবাদিকতার সঙ্গে। সত্তরের শেষ থেকে আশির দশকে বিভিন্ন খেলার ম্যাগাজিনে লেখালেখি যেমন করেছেন, তেমনই দীর্ঘদিন কাজ করেছেন যুগান্তর, সংবাদ প্রতিদিনের মত দৈনিক কাগজেও। জীবনের একটা অংশে যুক্ত ছিলেন আকাশবাণী সঙ্গেও। খেলোয়াড় থেকে শুরু করে বিভিন্ন খেলার কর্তাদের সঙ্গে তপন দামের যোগাযোগ ছিল অসাধারণ। শুধুমাত্র খবরের আদান প্রদান করাই নয়, ময়দানের প্রত্যেকের পছন্দের মানুষ ছিলেন তিনি। ক্যালকাটা স্পোর্স্টস জার্নালিস্ট ক্লাবের সঙ্গেও তখন দামের সম্পর্ক দীর্ঘদিনের। সচিব হিসেবে যেমন গুরুদায়িত্ব সামলেছেন, ঠিক তেমনই হয়েছিলেন ভাইস প্রেসিডেন্টও। সিএসজেসির কার্যকরী কমিটিতেও ছিলেন দীর্ঘদিন। তপন দামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। একই সঙ্গে তার পরিবারকেও সকল ক্রীড়া সাংবাদিক বন্ধুদের পক্ষ থেকে রইল গভীর সমবেদনা।