দুরন্ত দীপেশ আর সাহিল; ইউনাইটেড স্পোর্টসের তিন গোলে জয়েও ‘অদৃশ্য নায়ক’ তারক হেমব্রম!

সুদীপ পাকড়াশীঃ রেলওয়ে এফসি-র ম্যাচ ছিল না বুধবার নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। খেলল মহামেডান স্পোর্টিং আর ইউনাইটেড স্পোর্টস। তিন গোলে জিতল ইউনিটেড স্পোর্টস। সৌজন্যে আবার দুরন্ত সাহিল হরিজন। জোড়া গোল করলেন। তাকে যোগ্য সঙ্গত দীপেশ মুর্মুর আর একটি গোল করে। ইউনাইটেড স্পোর্টসের কোচ লালকমল ভৌমিক মুগ্ধ সাহিলের খেলায়, “দারুণ ধারাবাহিকতা। ভীষণ প্রতিভাবান। একবার জাতীয় দলে ঢুকতে পারলে আন্তর্জাতিক মানের ফুটবলার হয়ে উঠবে। শুধু মাথাটা ঠাণ্ডা রাখতে হবে। আজও অহেতুক একটা হলুদ কার্ড দেখে বসল।” তারপরও বুধবারের স্টেডিয়ামের অদৃশ্য নায়কের নাম তারক হেমব্রম। তার দল এই মরশুমে রেলওয়ে এফসি। সম্প্রতি চাকরি পাওয়ার সুবাদে। আগের ম্যাচেই মোহনবাগানের বিরুদ্ধে গুরুতর হাঁটুর চোটে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুধবার ছাড়া পেয়েছেন, কিন্তু আপাতত দেড় মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। তাতে কী হল? তারক হেমব্রমের গায়ে এখনও ইউনাইটেড স্পোর্টসেরই গন্ধ! ছোটবেলা থেকে এই ক্লাবের জার্সিতে এই মিডফিল্ডার খেলেছেন প্রায় এক দশক! সুখে, দুঃখে ইউনাইটেড স্পোর্টসই তার পাশে থেকেছে। এখনও থাকে আগের মতই। বুধবার বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামও সেই ছবি আবার দেখল। গ্যালারিতে, দলের সমর্থকদের হাতে ব্যানার। ‘তারকদা তুমি তাড়াতাড়ি সেরে মাঠে ফেরো।’ ম্যাচ খেলতে নামার আগে, ইউনাইটেড স্পোর্টসের সমস্ত ফুটবলার, কোচেরা, এবং ক্লাবকর্তারা একসঙ্গে এই ব্যানার নিয়েই মাঠে দাঁড়ালেন। লালকমল বলছেন, “ঠিকই করেছিলাম আজ ম্যাচটা জিতলে তারককেই উৎসর্গ করব। এত বছর এই দলের হয়ে ও ঘাম ঝরিয়েছে। ক্লাবের অনেক সাফল্যেও তারকের গুরুত্বপূর্ন ভূমিকা ছিল। তাই ম্যাচটা জিতে উদ্দেশ্য পূরণ হওইয়ায় আমি খুব খুশি।” আর তারক হেমব্রম? আবেগে ভাষাহীন মিডফিল্ডার! “এত ভালবাসা পাব ভাবতে পারিনি। আমার ফুটবলার হয়ে ওঠার পেছনে ইউনাইটেড স্পোর্টসের অবদান? কয়েকটা বাক্যে সেটা প্রকাশ করা কঠিন,” তারক আর কিছু বলতে চাইলেন না।