এফসি গোয়ায় যোগ দিচ্ছেন লা লিগায় নিয়মিত খেলা স্প্যানিশ ফুটবলার

নতুন মরসুমের জন্য দলের শেষ বিদেশি হিসাবে স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার দাভিদ তিমোর কোপোভিকে সই করালো এফসি গোয়া। ৩৫ বছর বয়সী এই ফুটবলার গত মরসুমে স্পেনের দ্বিতীয় ডিভিশন লিগের এলডেন্সের হয়ে খেলেছিলেন। তবে তিমোর উঠে আসা স্পেনের বিখ্যাত ক্লাব ভ্যালেন্সিয়ার অ্যাকাডেমি থেকে। এতদিন স্স্পেনেই বিভিন্ন সারির লিগে ৫০০-র-ও বেশি প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেছেন, যার মধ্যে সর্বোচ্চ ধাপ, লা লিগায় খেলেছেন দেড়শোর-ও বেশি ম্যাচ। খেলেছেন ভ্যালেন্সিয়া, ওসাসুনা, জিরোনা, ভায়াদোলিদ, লেগানেস, লাস পালমাস, খেতাফের মত লা লিগা দলে। আগামী ১৩ আগস্ট, গোয়ার ফতোরদায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র কোয়ালিফাইং প্লে-অফে ওমানের ক্লাব আল সীবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এফসি গোয়ার জার্সিতে অভিষেক হওয়ার কথা দাভিদ তিমোরের। আইএসএলের আর এক ক্লাব মুম্বই সিটি এফসি তাদের সম্ভাবনাময় উইঙ্গার সেইলেনথাং লোটজেমকে এক মরসুমের জন্য লোনে খেল্কতে পাঠাল নামধারী এফসি-তে। জেসিটি-র অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন মণিপুরে ২১ বছরের এই উইঙ্গার। বুধবার কলকাতায়, ডুরাণ্ড কাপের ম্যাচে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে নামধারী এফসি-র জার্সিতে অভিষেক হয়ে গেলো সেইলেনথাং লোটজেমের। অন্যদিকে, মিজোরামের প্রতিশ্রুতিবান অ্যাটাকিং মিডফিল্ডার মোজেস লালরিনজুয়ালাকে নতুন মরসুমের জন্য সই করালো আই লিগের ক্লাব গোকুলম কেরল এফসি। ২৩ বছর বয়সী এই ফুটবলার গত মরসুমে নিজের রাজ্যের দল চানমারি এফসি-কে এলিট আই লিগে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ২০১৯-এ মোজেস খেলেছিলেন মহামেডান স্পোর্টিংয়ের হয়েও।