প্রিমিয়ার লিগে চালু হল নতুন নিয়ম, ‘আট সেকেন্ডের’ বেশি বল হাতে রাখতে পারবে না গোলকিপার

রবিবার টটেনহ্যাম হটস্পারের মাঠে তৈরি হল বিশেষ এক মুহূর্ত। ১৩৭ বছরের প্রিমিয়ার লিগে প্রথমবার প্রয়োগ করা হল ‘আট সেকেন্ড নিয়ম’। আর এই নজিরবিহীন ঘটনার নায়ক বার্নলির গোলকিপার মার্তিন দুব্রাউকা। ম্যাচের শুরুতেই নিজের বক্সে ক্রস ধরে নিয়ে ১৪ সেকেন্ড বল আটকে রাখেন দুব্রাউকা। নিয়ম অনুযায়ী ৮ সেকেন্ডের বেশি সময় নিলে প্রতিপক্ষকে কর্নার দিতে হবে। তাই বাঁশি বাজান রেফারি মাইকেল অলিভার। কর্নারের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি টটেনহাম। যদিও নিয়ম নিয়ে হতভম্ব হয়ে যান দুব্রাউকা নিজেই। দর্শকদের অনেকেও জানতেন না এই নতুন আইন কার্যকর হয়েছে। তবে এভাবেই বিশ্বফুটবলে সময় নষ্ট ঠেকাতে আইএফএবি-র আনা নতুন নিয়মের সূচনা হয়ে গেল ইংলিশ প্রিমিয়ার লিগে। অবশ্য ম্যাচে টটেনহ্যামের জয় নিশ্চিত করেন রিচার্লিসন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জোড়া গোলে বার্নলিকে ৩–০ উড়িয়ে মরশুম শুরু করল টটেনহ্যাম হটস্পার। প্রিমিয়ার লিগে কোচ হিসেবে টমাস ফ্রাঙ্কের অভিষেকও হলো এই ম্যাচ দিয়েই।