সমঝোতার পথে মোহনবাগান নির্বাচন, সোমবার হতে পারে যৌথ সাংবাদিক সম্মেলন

শেষ পর্যন্ত হয়ত সমঝোতার পথেই হাঁটতে চলেছে মোহনবাগান নির্বাচন। সোমবারই দুপক্ষের যৌথ সাংবাদিক সম্মেলনে এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যেতে পারে। শাসক গোষ্ঠীর প্রধান দেবাশিস দত্তকে প্রেসিডেন্ট ও বিরোধী গোষ্ঠীর প্রধান সৃঞ্জয় বোসকে সচিব পদে রেখে সমঝোতার সূত্র বেরিয়ে আসতে চলেছে। কমিটির অন্যান্য পদ ভাগাভাগি করে বন্টন করে সমঝোতা হতে চলেছে। সোমবারই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সেদিনই হয়ত যুদ্ধের পরিসমাপ্তি ঘটতে চলেছে। এখনও পর্য়ন্ত যা খবর, দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বোস পাশাপাশি বসে একসঙ্গে যৌথ সাংবাদিক করে লড়াইয়ে ইতি টেনে সমঝোতার কথা ঘোষণা করতে চলেছেন। শুধু মোহনবাগান সদস্য সমর্থক নন, গোটা ময়দানের কাছেই এটা একটা স্বস্তিদায়ক খবর। গত কয়েক দিন ধরেই মোহনবাগান নির্বাচন নিয়ে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছিল পরিস্থিতি। দুপক্ষের নির্বাচনীসভা থেকে যুদ্ধংদেহী মনোভাব। এমনকী এই নির্বাচনে ঢুকে পড়েছিল রাজনীতি। শেষ পর্যন্ত অনেকটা চাপের কাছেই নরম হয়ে সম্ভবত সমঝোতায় যেতে রাজি হতে চলেছে দুই পক্ষ। অনেকেই চাইছিলেন। বিশেষ করে সবুজ মেরুনের সাধারণ সদস্য সমর্থকরা এই লড়াই চাইছিলেন না। অন্য কয়েকটি জায়গা থেকেও মিলিজুলি কিমিটি গড়ে নির্বাচন এড়ানোর আশা করা হচ্ছিল। শেষ মুহূর্তে বড় কোনও অঘটন না ঘটলে সোমবার সেই পথেই হাঁটার কথা জানাতে চলেছেন দেবাশিস-সৃঞ্জয়রা।
টুটুর পদত্যাগ নিয়ে বিতর্ক তুঙ্গে

ক্লাব টেন্টে কার্যনির্বাহি কমিটির সভার শেষে বক্তব্য রাখছেন সচিব দেবাশিস দত্ত। পাশে প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। সোমবার।
সোমবার টুটুর পদত্যাগ পত্র গৃহীত হবে!

শনিবার সাংবাদিক সম্মেলনে টুটু বসু বক্তব্য রেখে বুঝিয়ে ছিলেন, বসু পরিবারকে ভাগ করতে দেবেন না।
প্রমাণ করব এখনও আমি মোহনবাগানের বাঘ ঃ টুটু বোস

শনিবার নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলনে টুটু বোস।