অনূর্ধ্ব-২০-র বিশ্ব কুস্তিতে চ্যাম্পিয়ন তপস্যা; বাবার মনে পড়ছিল আত্মীয়স্বজন, প্রতিবেশীদের বিদ্রুপের কথা!

অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে বিশ্বসেরা হলেন হরিয়ানার তপস্যা গেহলট। বুধবার বুলগেরিয়ার সামাকভে ৫৭ কেজি বিভাগে জয়ী হয়ে বাবার স্বপ্নপূরণ করলেন তপস্যা। ছোটবেলা থেকেই প্রপিতামহ চৌধুরী হাজারি লালের দঙ্গল কাঁপানো গল্প শুনে বড় হয়েছেন তিনি। সেখান থেকেই অনুপ্রেরণা। তাঁর বাবা পরমেশ গেহলটেরও ইচ্ছা ছিল, তাঁর মেয়ে একদিন বিশ্বমঞ্চে কুস্তিতে দাপাবে। সেই তপস্যা বিশ্বসেরা হয়ে বাবার স্বপ্ন সফল করলেন। কিন্তু সাধনার সময়টা সুখের ছিল না। সামাজিকভাবে প্রবল বিদ্রুপ, কটাক্ষ শুনতে শুনতে দিন কাটত তপসায় আর তার বাবা পরমেশের। হরিয়ানার ঝাঝরের খানপুর কালান গ্রামে ২০০৬-এ জন্ম তপস্যার। কিন্তু কন্যাসন্তান হওয়ার খবর আত্মীয়স্বজন, প্রতিবেশীদের কাছে আনন্দের ছিল না। মেয়ে হওয়ার জন্য অনেক কথা শুনতে হয়েছিল তাঁদের। পরমেশের কথায়, “মেয়ে হওয়ায় অনেক কটূক্তি সহ্য করতে হয়েছিল। কিন্তু আমি জানতাম, মেয়ে হোক কিংবা ছেলে, দেশের নাম যে কেউই উজ্জ্বল করতে পারে। তপস্যা আজ বিশ্বজয়ী হয়ে সেই কথাই প্রমাণ করল।” তিনি আরও বলেন, “আমার ঠাকুরদা হাজারি লাল খানপুর কালান গ্রামে বিখ্যাত কুস্তিগির ছিলেন। তিনি আমাদের কুস্তির বিভিন্ন প্যাঁচ শিখিয়েছিলেন। স্কুল গেমসে কুস্তিতে জাতীয় চ্যাম্পিয়ন ছিলাম আমি। কিন্তু চোট আমার কেরিয়ার শেষ করে দিয়েছিল। কিন্তু সব সময় মেয়েকে কুস্তিগির তৈরি করার চেষ্টা করেছি। কিন্তু ন’বছর আগে যখন তপস্যাকে কুস্তি শেখাতে নিয়ে যেতাম, তখন অনেকেই কটাক্ষ করত। তপস্যা বিশ্বসেরা হয়ে তাদের মুখের উপর জবাব দিয়েছে।” ২০১৬ সালে স্থানীয় অ্যাকাডেমিতে কুস্তিতে ভর্তি হয়েছিলেন তপস্যা। উন্নত পরিকাঠামো না থাকায় মেয়েকে সোনিপতের কুলবীর রানার আখড়ায় ভর্তি করেন। তারপর তো এখন বাকিটা ইতিহাস। এহেন তপস্যা অনূর্ধ্ব-২০ বিভাগে এশিয়া সেরাও হয়েছিলেন। এবার সিনিয়র স্তরে ভারতের মুখ উজ্জ্বল করাই তাঁর লক্ষ্য।