ইউনাইটেড কলকাতাকে উড়িয়ে জয়ের ধারা অব্যহত বিষ্ণুদের

নতুনভাবে সেজে উঠেছে ইস্টবেঙ্গল(Eastbengal) মাঠ। সেখানে যাত্রাটা জয় দিয়েই করল লাল-হলুদ ব্রিগেড(Red and Gold)। সুপার সিক্সে ইউনাইটেড কলকাতাকে(UKSC) ৩-০ গোলে হারিয়ে যাত্রাটা শুরু করল বিনো জর্জের দল। তবে বেশ কিছু সুযোগ নষ্ট না করলে, হয়ত আরও বড় ব্যবধানে জিততেই পারত ইস্টবেঙ্গল(Eastbengal)। দুরন্ত পারফরম্যান্স পিভি বিষ্ণু(PV Bishnu), গুইতেদের। কলকাতা লিগে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল। এদিন দলে বেশ কয়েকজন ফুটবলাররা ছিলেন না। কিন্তু ইস্টবেঙ্গল যে পারফরম্যান্স দেখাল তাতে সেই সমস্ত ফুটবলারদের অভাব খুব একটা ধরা পড়ল না। ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে নামার আগে প্রধান চিন্তা ছিল ইস্টবেঙ্গলের(Eastbengal) সৌভিক চক্রবর্তী, জেসিন টিকেদের না থাকাটা। সেই কথা মাথায় রেখেই ছকটা সাজিয়েছিল লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। তবে প্রতিপক্ষকে এদিন মাথা তুলে দাঁড়ানোর কোনও সুযোগই দিলেন না নাসিব(Naseeb), বিষ্ণুরা(PV Bishnu)। ইউনাইটেড কলকাতা প্রথমার্ধে খানিকটা প্রতিরোধ গড়ে তুললেও, দ্বিতীয়ার্ধে আর ইস্টবেঙ্গলের ঝড় থামাতে পারেনি তারা। প্রথমার্ধে নতুন প্রতিপক্ষকে বুঝতে খানিকটা সময় নিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। আক্ররণ করলেও সেগুলো দানা বাঁধছিল না। তবে অমন সিকের পাস থেকে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে নাসিবের গোলে এগিয়ে যায় লাল-হলুদ ব্রিগেড। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলেই। বিরতির পর থেকে মাঠে শুধুই ছিল ইস্টবেঙ্গলের দাপট। সেইসঙ্গে গ্যালারী থেকে বারবার জয় ইস্টবেঙ্গল স্লোগানের গর্জন। খেলা শুরুর তিন মিনিটের মধ্যে পিভি বিষ্ণুর অসাধারণ গোল। এর কিছুক্ষণের মধ্যে ফের একটা আক্রমণ, গুইতের গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বিনো জর্জের লাল-হলুদ বাহনী। এদিন ইস্টবেঙ্গল আরও বেশকিছু ভালো সুযোগ পেয়েছিল। প্রতিপক্ষ গোলরক্ষকের দক্ষতায় বেঁচে গিয়েছিল ইউনাইটেড কলকাতা। নয়ত ইস্টবেঙ্গলের গোলের সংখ্যা যে আরও বাড়তেই পারত তা বলার অপেক্ষা রাখে না।