পিএসজি সমর্থকদের উন্মত্ত উৎসব থেকে ট্র্যাজেডি, মৃত দুই, গ্রেফতার প্রায় ৬০০

উন্মত্ত সেলিব্রেশন কী হতে পারে দেখা গেল আবার। শনিবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পিএসজি। তারপরই গোটা ফ্রান্স জুড়ে শুরু হয়ে যায় উৎসব। যার এপিসেন্টার ছিল প্যারিস। কিন্তু সেই সেলিব্রেশন এমনই উন্মত্ত হয়ে উঠল যে প্রাণ গেল দুজনের। ভাঙচুর, অগ্নসংযোগ, গ্রেফতার করা হয়েছে প্রায় ৬০০ জনকে। বুকে ছুরি খেয়ে মারা গিয়েছে একটি ১৭ বছরের ছেলে। গাড়ির ধাক্কায় মারা গিয়েছেন ২৩ বছরের এক স্কুটার আরোহী। আহতের সংখ্যা অন্তত ২০০। আহত প্রচুর পুলিশ কর্মী। এক পুলিশ কর্মী কোমায় চলে গিয়েছেন। উদ্দাম, উন্মত্ত মানুষ যা খুশি তাই করল। চতুর্দিকে ছড়িয়ে পড়ল বাজির আগুন। বিভিন্ন জায়গায় লাগানো হল আগুন। আগুনে আড়াইশোর বেশি গাড়ি পুড়ে ছাই। অনে্ককে আগ্নেয়াস্ত্র নিয়েও ঘুরতে দেখা যায়। তবে এণন উন্মত্ত সেলিব্রেশন হতে পারে সেটা অনুমান করেই আগে থেকে প্রচুর পুলিশকে নামানো হয়েছিল নিরাপত্তার কাজে। তবু এড়ানো গেল না ট্র্যাজেডি। এদিকে রবিবার আরও সেলিব্রেশন হওয়ার কথা। ভিকট্রি প্যারেড হওয়ার কথা। সেখানে উপস্থিত থাকার কথা ফ্রান্সের প্রেসিডেন্টের। প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় পিএসজিকে অভিনন্দনও জানিয়েছেন। তবে অনভিপ্রেত ঘটনায় উৎসবের মাঝেও বিষাদের সুর ফ্রান্সে।