বেসরকারি টুর্নামেন্টে দেশের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা পাক ক্রিকেট বোর্ডের

ওয়ার্ল্ড লেজেন্ডস ক্রিকেট লিগ থেকে ভারতের নাম প্রত্যাহারের প্রতিফলন। বড়সড় সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানানো হয়েছে, আগামিদিনে কোনও প্রাইভেট লিগের ক্ষেত্রে দেশের নাম ব্যবহার করা যাবে না। সূচি অনুযায়ী ব্রিটেনে আয়োজিত লেজেন্ডস লিগের সেমিফাইনালে ভারত-পাক দ্বৈরথ হওয়ার কথা ছিল ৩১ জুলাই। যেখানে পাকিস্তানের মুখোমুখি হতে রাজি হয়নি যুবরাজদের ভারতীয় দল। ফলে বিনাযুদ্ধে সরাসরি ফাইনালে উঠে যায় পাকিস্তান চ্যাম্পিয়ন্স। তবে ভারতের এহেন সিদ্ধান্তের পরই বড় পদক্ষেপ করছে পিসিবি। খবর এমনটাই। সূত্রের খবর, বৃহস্পতিবার এই বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করেন বোর্ডের কর্তারা। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়, যে সমস্ত প্রাইভেট লিগে পাক দল অংশ নেয়, সেখানে কোনওভাবেই আর দেশের নাম অর্থাৎ ‘পাকিস্তান’ শব্দটি ব্যবহার করা যাবে না। অন্য নাম নিয়ে খেলতে হবে দলকে। বোর্ড সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দল দু’বার ওয়ার্ল্ড লেজেন্ডস লিগে দু’বার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি না হওয়ায় পিসিবি মনে করছে ‘পাকিস্তান’ নামটিরও অপমান হয়েছে। আর সেই কারণেই ভবিষ্যতে নামটি ব্যবহার করতে দেওয়া হবে না। কোনও ফ্র্যাঞ্চাইজি তা ব্যবহারের চেষ্টা করলে আইনি পদক্ষেপও করা হবে বলে খবর। আজ শনিবার, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তান চ্যাম্পিয়ন্স নাম নিয়েই ফাইনালের লড়াইয়ে নামবে দল। এখনও পর্যন্ত যা খবর, আসন্ন এশিয়া কাপে পাক দলের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এক্ষেত্রে বিসিসিআই পাকিস্তানকে ‘বয়কটে’র রাস্তায় হাঁটতে পারেনি
লেজেন্ডস লিগ থেকে সরে দাঁড়াল ভারতীয় স্পনসর, পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালেও শিখরদের খেলার সম্ভাবনা কম

বিশ্ব লেজেন্ডস ক্রিকেট লিগ টুর্নামেণ্টে আবার শেষ চারে মুখোমুখি ভারত-পাকিস্তান। শিখর ধাওয়ান, হরভজন সিং, যুবরাজ সিংদের পহেলগাঁওয়ে জঙ্গি হানার প্রতিবাদে গ্রুপ পর্বের ম্যাচ বাতিল হয়েছিল। সেমিফাইনালে দুই দলের দ্বৈরথ কি হবে? সেই সংশয়ের মধ্যেই লেজেন্ডস লিগ থেকে সরে দাঁড়াল ভারতীয় স্পনসর। কারণ, তারা মনে করে, ‘সন্ত্রাসবাদ ও ক্রিকেট একসঙ্গে চলতে পারে না’। শিখর ধাওয়ান আগেই জানিয়েছিলেন, গ্রুপ পর্বের ম্যাচের মত সেমিফাইনালও তিনি বয়কট করছেন। যুবরাজ সিং, হরভজন সিং, পাঠান ভাইদেরও বয়কট করার কথা। লেজেন্ডস লিগের গ্রুপ পর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারান যুবরাজ সিংরা। হাফসেঞ্চুরি করে ও ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা স্টুয়ার্ট বিনি। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, ডোয়েন ব্র্যাভোরা রান না পেলেও কায়রন পোলার্ড ৭৪ রান করেন। অন্যদিকে অস্ট্রেলিয়াকে ১০ উইকেটে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে পাকিস্তান। সূচি অনুযায়ী সেমিফাইনালে ভারত-পাক দ্বৈরথ হওয়ার কথা ৩১ জুলাই। লেজেন্ডস লিগ থেকে সরে দাঁড়ানো ভারতীয় স্পনসর সংস্থার সহ-প্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টি সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘বিশ্ব লেজেন্ডস লিগে অসাধারণ পারফরম্যান্সের জন্য আমরা ভারতীয় দলকে নিয়ে গর্বিত। তবে পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সেমিফাইনাল আর পাঁচটা ম্যাচের মতো নয়। সন্ত্রাসবাদ ও ক্রিকেট একসঙ্গে চলতে পারে না। আমরা ভারতের পাশে।’ ‘যে দেশ সন্ত্রাসবাদকে মদত দেয়, তার সঙ্গে কোনও ইভেন্টের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা আমরা সমর্থন করি না। দেশের মানুষ এই নিয়ে কথা বলেছে এবং আমরা তা শুনেছি। আমাদের কোম্পানি ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে যুক্ত থাকবে না। কিছু বিষয় খেলাধুলোর ঊর্ধ্বে। আগে দেশ, তারপর ব্যবসা। জয় হিন্দ।’