শ্রেয়ার গলায় “Bring It Home”, হরমনপ্রীতদের লক্ষ্য প্রথম বিশ্বকাপ

শ্রেয়া ঘোষালের(Shreya Ghoshal) গলায় “ব্রিং ইট হোম”(Bring It Home)। ভারতীয় মহিলা দল কী পারবে প্রথমবার ওডিআই বিশ্বকাপ(Womens Odi World Cup) জিততে। আর মাত্র কয়েকটা দিন, এরপরই ঘরের মাঠে আইসিসির(ICC) মহিলাদের ওডিআই বিশ্বকাপ। তারই থিম সং প্রকাশ্যে এনেছে আইসিসি। গান গেয়েছেন এই মুহূর্তের ভারতের সেরা মহিলা গায়িকা শ্রেয়া ঘোষাল(Shreya Ghoshal)। সেই গান সোশ্যাল মিডিয়াতে আসতেই ভাইরাল। সবচেয়ে বেশি ভাইরাল তাঁর গানের একটাই কথা- ব্রিং ইট হোম। এখনও পর্যন্ত একবারও ওডিআই বিশ্বকাপ জিততে পারেনি ভারতীয় দল। সেটাই এবার স্মৃতি মন্ধনারা(Smriti Mandhana) করতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। ঘরের মাঠে মহিলাদের বিশ্বকাপ(Womens Odi World Cup) ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে মহিলাদের বিশ্বকাপ। সেখানেই উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবেন হরমনপ্রীত কৌর(Harmanpreet Kaur), জেমিমা রডরিগেজরা(Jemimah Rodriguez)। ১২ বছরের অপেক্ষার অবসান হয় কিনা সেই অপেক্ষাতেই এখন সকলে। মিতালী রাজ(Mithali Raj), ঝুলন গোস্বামীরা(Jhulan Goswami) ফাইনালে পৌঁছলেও বিশ্বকাপ জিততে পারেনি। শেষবার অস্ট্রেলিয়ার কাছেই ফাইনালে হারতে হয়েছিল ভারতীয় মহিলা ব্রিগেডকে। এবার ঘরের মাঠে বিশ্বকাপ। সেখানেই শ্রেয়া ঘোষালের(Shreya Ghoshal) গলায় থিম সং ব্রিং ইট হোম(Bring It Home)। শ্রেয়ার এই গানের কথা যে এখন সমস্ত ভারতীয়রই মনের কথা তা বলার অপেক্ষা রাখে না। এই গানের শুরু থেকে শেষপর্যন্ত রয়েছে নানান চমক। আর শ্রেয় ঘোষালের সুরের জাদু তো রয়েছেই। বিশ্বকাপের (Womens Odi World Cup) থিম সং গেয়ে উচ্ছ্বসিত শ্রেয় নিজেও। তিনি জানিয়েছেন, আইসিসি মহিলাদের বিশ্বকাপের অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত। বিশেষ করে মহিলাদের ক্রিকেট ঘিরে সংঘবদ্ধতা, স্পিরিট সবকিছুই আমায় মুগ্ধ করেছে। এমন একটা বিরাট প্রতিযোগিতার অংশ হিসাবে আমার গান যে সুযোগ পেয়েছে, তাতেই আমি গর্বিত। আমি আশা করছি এটা হয়ত সমস্ত ভক্ত, সমর্থকদের মধ্যে একটা আদর্শ হিসাবে হয়ে উঠতে পারবে। ৩০ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার পরই চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নামবে ভারতীয় মহিলা ব্রিগেড। ৫ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে নামবেন স্মৃতি মন্ধনারা। মহিলাদের বিশ্বকাপে ভারতের সূচি ভারত বনাম শ্রীলঙ্কা – ৩০ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান – ৫ অক্টোবর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা – ৯ অক্টোবর ভারত বনাম অস্ট্রেলিয়া – ১২ অক্টোবর ভারত বনাম ইংল্যান্ড – ১৯ অক্টোবর ভারত বনাম নিউজিল্যান্ড – ২৩ অক্টোবর ভারত বনাম বাংলাদেশ – ২৬ অক্টোবর দীর্ঘ ১২ বছরের প্রতীক্ষা শেষ করে ভারতীয় মহিলা ক্রিকেট দল তাদের প্রথম ওডিআই বিশ্বকাপ জয়ের স্বাদ পায় কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।