জেমিমা-হরমনপ্রীতের দাপটে অজি বধ ভারতের, প্রথম বিশ্বকাপের হাতছানি

দীর্ঘ ৮ বছর পর ফের একটা লড়াই। প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়া। তবে এবার হরমনপ্রীত(Harmanpreet Kaur) নন, ভারতের জয়ের নায়ক জেমিমা রডরিগেজ(Jemimah Rodriguez)। তাঁর ১২৭ রানের অপরাজিত ইনিংসে ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলেই প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীতদের(Harmanpreet Kaur) থেকে বিশ্বকাপের দুরত্ব এখন শুধুই একটি ম্যাচের। কঠিন পরিস্থিতিতে জেমিমা রডরিগেজের(Jemimah Rodriguez) লড়াই। সেইসঙ্গে অধিনায়কের যোগ্য সঙ্গত। অস্ট্রেলিয়ার অশ্বমেধের ঘোড়া থামিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস লিখল ভারতীয় মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার রানের পাহাড় টপকে ৫ উইকেটে জয়ী ভারত। ২০১৭ সালের পর ফের একবার বিশ্বকাপে অজিদের হারাল তারা। কিন্তু সেবার বিশ্বকাপ জিততে পারেনি। এবার হরমনপ্রীতের(Harmanpreet Kaur) হাত ধরে সেই অধরা স্বপ্নটাই পূরণ হয় কিনা সেদিকেই তাকিয়ে সকলে। টস জিতে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সিদ্ধান্ত। শুরুতেই লিচফিল্ডের ক্যাচ মিস। আশঙ্কাটা তখনই তৈরি হয়েছিল। সেই লিচফিল্ডই খেললেন সেঞ্চুরি ইনিংস। সঙ্গে অ্যালিসা পেরির ৭৭ রানের দুরন্ত ইনিংস। মাঝে বৃষ্টিতে কিছুক্ষণ খেলা বন্ধ। কিন্তু অস্ট্রেলিয়ার রানের গতি কমেনি। ভারতের বিরুদ্ধে অজিদের ইনিংস শেষ ৩৩৮ রানে। কার্যত গোটা স্টেডিয়াম খানিকটা চুপচাপ। শেফালি বর্মা শুরুটা বাউন্ডারি দিয়ে করলেও, এরপরই এলবিডব্লু। ভারতের অন্যতম সেরা তারকা স্মৃতি মন্ধনাও ফিরে যান ২৪ রানে। ৫৯ রানে ২ উইকেট খুইয়ে ভারত তখন বেশ চাপে। সেই জায়গা থেকেই ম্যাচের হাল ধরেন হরমনপ্রীত ও জেমিমা রডরিগেজ(Jemimah Rodriguez)। শুরু হয় একটা অদম্য লড়াইয়ের। পিচ কামড়ে পড়ে থাকে দুই তারকা। সময় যত এগোয়, ততই তাদের পার্টনারশিপ মজবুত হতে থাকে। একইসঙ্গে দুই তারকার ব্যাট থেকেও আসতে থাকে একের পর এক বড় শট। ১৬৬ রানের পার্টনারশিপ গড়ে হরমনপ্রীত যখন সাজঘরে ফিরছেন সেই সময় তাঁর রান ৮৯। ক্রিজে রয়েছেন জেমিমা রডরিগেজ। তাঁর প্রয়োজন ছিল যোগ্য সঙ্গদের। খানিকটা দীপ্তি শর্মা এবং খানিকটী রীচা ঘোষ। আর অজি বোলারদের বিরুদ্ধে একাহাতে শাসন করে গেলেন জেমিমা রডরিগেজ। তাঁকে আটকাতে পারেনি এদিন কোনও বোলাররাও। ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলে শুধু ম্যাচের সেরাই নন, এদিন গোটা ভারতের নায়ক তিনি। এখন তাদের শুধু একটাই লক্ষ্য, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ জেতা।
গোড়ালীতে চোট, সেমিফাইনালে অনিশ্চিত প্রতীকা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল। তার আগেই চিন্তায় ভারতীয় শিবির(India Womens Team)। গোড়ালীতে চোট ভারতীয় মহিলা দলের ওপেনার প্রতীকা রাওয়ালের(Pratika Rawal)। আর সেটাই যে ভারতীয় দলের চিন্তা বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সরকারীভাবে এখনও পর্যন্ত ঘোষণা না হলেও, শোনা যাচ্ছে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাকি খেলতে পারবেন না তিনি। আর তেমনটা হলে যে ভারতের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে এটা বপড়সড় ধাক্কা হতে চলেছে তা বলাই যায়। এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের হয়ে সেরা পাফর্মার এই প্রতীকা রাওয়াল(Pratika Rawal)। ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রানের মালিকও যেমন তিনি। তেমনই আবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্সটাই ভারতীয় দলের জয়ের পিছনে অন্যতম প্রধান কারিগড় ছিল। কেউইদের বিরুদ্ধে সেঞ্চুরি ইনিংস খেলেছিলেন প্রতীকা রাওয়াল। সেইসঙ্গে অস্ট্রেলিয়ার মতো দলের বিরদ্ধেও প্রতীকার(Pratika Rawal) রান ছিল ৭৫। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেই ঘরে বিপত্তি। গোড়ালীতে চোট পান প্রতীকা রাওয়াল। আর তাতেই সমস্যা বেড়েছে ভারতীয় দলের। তাঁক গোড়ালীর স্ক্যানও হয়ে গিয়েছে ইতিমধ্যে। তবে এখনও পর্যন্ত তাঁর রিপোর্ট হাতে পায়নি। কিন্তু সূত্রের খবর তিনি নাকি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেই। প্রতীকা যদি একান্তই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে না পারেন, সেক্ষেত্রে ভারতের সমস্যা যে বাড়তে চলেছে তা বলার অপেক্ষা রখে না। এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে ছয় ম্যাচে প্রতীকার(Pratika Rawal) রান রয়েছে ৩০৮। সেইসঙ্গে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে রয়েছে একটি সেঞ্চুরিও। কিন্তু শেষপর্যন্ত প্রতীকাকে ভারতীয় দলের জার্সিতে সেমিফাইনালে খেলতে দেখা যায় কিনা সেটাই দেখার।
বিশ্বকাপ কলম্বোতে খেলবে পাকিস্তান

পাহেলগাম ঘটনার রেশ এসে পড়ল মেয়েদের বিশ্বকাপে। বহুদিন ধরেই ভারত জানিয়ে আসছে পাকিস্তানের সঙ্গে কোনওভাবে আপোষে যেতে নারাজ। অন্তত মহিলাদের বিশ্বকাপে সেই ছবিটা আরও স্পষ্ট হয়ে উঠল। সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি জানিয়ে দিয়েছে, ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত মেয়েদের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেই প্রতিযোগিতায় পাকিস্তান দল সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। ভারত পাকিস্তানিদের ভিসা না দেওয়ার কারণেই যে এই সিদ্ধান্ত তা না বললেও চলে। এমন কী পাকিস্তান যদি ফাইনাল বা সেমিফাইনালে ওঠে তখন কী হবে ভেবে তাও ঠিক করে রেখেছে আসিসি। তাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামকে ধরা হয়েছে ফাইনাল ম্যাচের বিকল্প হিসেবে। নাহলে ফাইনাল হবে বেঙ্গালুরুতে। এমন কী সেমিফাইনালের একটা ম্যাচ ধরা হয়েছে গুয়াহাটি কিংবা কলম্বোকে। আসলে সবকিছুর মূলে রয়েছে পাকিস্তান। সত্যি বলতে কী পাহেলগাম ঘটনা। ভারতে চারটে ও শ্রীলঙ্কার একটা ভেনু মোট ৫টা ভেনুতে অনুষ্ঠিত হবে মেয়েদের বিশ্বকাপ। ভারতের চারটে ভেনু হল চিন্নাস্বামী স্টেডিয়াম (বেঙ্গালুরু), এসিএ স্টেডিয়াম (গুয়াহাটি), হোলকার স্টেডিয়াম (ইন্দোর) ও এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম (বিশাখাপত্তনম)। কলম্বোর হল প্রেমাদাসা স্টেডিয়াম। আইসিসি জানিয়েছে, ফাইনাল সহ সমস্ত নক-আউট ম্যাচের জন্য বিকল্প ভেনু হিসেবে কলম্বোকে রাখা হচ্ছে। বেঙ্গালুরুতে ভারতের একটা ম্যাচ দিয়ে শুরু হবে মেয়েদের বিশ্বকাপ। “প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর হবে। কলম্বো বা গুয়াহাটিতে যে কোনও জায়গায় হতে পারে। তারপরের দিন ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল হবে বেঙ্গালুরুতে।” আইসিসি এক প্রেস বিবৃতিতে একথা জানিয়েছে। আরও জানিয়েছে আইসিসি, “ফাইনালে ওঠা দুই প্রতিদ্বন্দ্বী দলকে দু-দিন সময় দেওয়া হবে যাতে তারা ঠিকমতো প্রস্তুতি নিতে পারে। যেহেতু কলম্বো বা বেঙ্গালুরুকে সম্ভাব্য ফাইনালের ভেনু হিসেবে ধরা হচ্ছে।” আইসিসি আগেই জানিয়ে ছিল, ২০২৭ সাল অব্দি ভারত ও পাকিস্তানের মধ্যে যদি আইসিসির কোনও প্রতিযোগিতা হয় তাহলে একটা নিরপেক্ষ ভেনু ঠিক করা হবে। যেখানে যোগদানকারী দুটো দেশ নিরপেক্ষ ভেনুতে গিয়ে খেলতে পারে। আসলে পাকিস্তান বোর্ডের পক্ষ থেকে চেয়ারম্যান মহসিন নকভি জানিয়ে দিয়েছিলেন, মহিলাদের বিশ্বকাপ খেলতে কোনওভাবে ভারতে যাবে না পাকিস্তান দল। তবে নকভি এও জানিয়ে ছিলেন, যদি অন্যকোথাও খেলার ব্যবস্থা করা হয় তাহলে পাকিস্তান খেলতে দ্বিধা করবে না। আসলে ভারত চ্যাম্পয়িন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে চায়নি। সব খেলা ভারতের হয়েছিল দুবাইতে। তাই আইসিসি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হল। গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। ২০২২ সালে নিউজিল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে তারা হারিয়ে ছিল। এবার দেখার কে শ্রেষ্ঠত্বের আসন লাভ করে। ভারতের মাটিতে যেহেতু খেলা হচ্ছে তাই ধরে নেওয়া যায়, ভারত এবার প্রতিযোগিতার ফেবারিট হিসেবে প্রথম সারিতেই থাকবে। (ছবি—ভারত-পাকিস্তান ম্যাচের একটা মুহূর্ত। ফাইল ছবি)