কোচের পদে আবেদনই করেননি জাভি! ভুয়ো মেলে ফেডারেশনকে ‘বোকা’ বানালেন উনিশের যুবক!

ভারতের সিনিয়র জাতীয় দলের কোচের পদে আবেদন করেছিলেন বার্সেলোনা ও স্পেনের কিংবদন্তি জাভি হার্নান্দেজ। সেই খবরে উত্তেজিত হয়ে পড়েছিল ভারতীয় ফুটবল! তাহলে জাভির মত কিংবদন্তিও জাতীয় দলের কোচের পদে আবেদন করছেন! কিন্তু খবরটা ভুল। বার্সেলোনার এই কিংবদন্তি আবেদনই করেননি ভারতের সিনিয়র জাতীয় দলের কোচের পদে। জানা গিয়েছে ফেডারেশনকে ‘বোকা’ বানিয়েছে ১৯ বছরের এক যুবক। একটি সর্বভারতীয় দৈনিকে খবরের সত্যতাকে প্রতিষ্ঠা করতে জাতীয় দলের ফুটবল ডিরেক্টর সুব্রত পালের মন্তব্য লেখা হল। তিনি বললেন, “এটা ঠিক যে জাভির নাম সেখানে ছিল।” কিন্তু অর্থাভাবের জন্য নাকি সেই আবেদন খারিজ করে দিয়েছিল ভারতীয় ফুটবল ফেডারেশন। ওই প্রতিবেদনে এও লেখা হয়েছে, জাভি তাঁর নিজের ইমেল আইডি থেকে আবেদনটি পাঠিয়েছিলেন। কিন্তু অন্যান্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনের মতো, তার যোগাযোগ নম্বরের জায়গাটি খালি ছিল। তাতেও এআইএফেফের কারও স্ট্রাইক করেনি যে, আবেদনকারী কোনও কোচ তার ফোন নম্বরের জায়গা খালি রাখবে না! ইটালির প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, ‘ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে জাভির কোনও কথাই হয়নি।’ ১৯ বছরের এক যুবক জাভির নাম করে ফেডারেশনকে ভুয়ো মেল পাঠিয়েছেন। ভারতের এক ক্রীড়া সাংবাদিক, ওই তরুণের সঙ্গে কথা বলেন এবং ওই মেল সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন। মেলের বয়ানও পোস্ট করেছেন তিনি।
কিংবদন্তি জাভির আবেদন বাতিল করলো AIFF!!

সায়ন প্রামানিক: ভারতীয় জাতীয় ফুটবল দলের জন্য নতুন কোচ খুঁজছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। সেই তালিকায় নাম দেখে চমকে গিয়েছিলেন অনেকেই—স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজ আবেদন করেছেন ভারতীয় দলের কোচ হওয়ার জন্য। TOI-র রিপোর্ট অনুযায়ী, প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কনস্টানটাইন, অস্ট্রেলিয়ার হ্যারি কিউয়েল, খালিদ জামিলদের সঙ্গে জাভির নামও ছিল আবেদনকারীদের তালিকায়। AIFF-এর ন্যাশনাল টিম ডিরেক্টর সুব্রত পাল জানান, “জাভির নাম সত্যিই তালিকায় ছিল। আবেদন ইমেল মারফত পাঠানো হয়।” যদিও জাভির ফোন নম্বর ফর্মে উল্লেখ ছিল না, তবে ইমেলটি তাঁর নিজস্ব আইডি থেকেই পাঠানো হয়েছিল বলে নিশ্চিত করা হয়েছে। তবে এই স্বপ্নের প্রস্তাব শেষমেশ বাতিল করতে হয়। AIFF-র টেকনিক্যাল কমিটির এক সদস্য TOI-কে জানান, “জাভির মতো কোচকে আনতে গেলে বিশাল অঙ্কের অর্থ লাগবে। এমনকি তিনি সত্যিই আগ্রহী হলেও, আর্থিক সীমাবদ্ধতা বড় বাধা।” জাভি বার্সেলোনার হয়ে ৭৬৭টি ম্যাচ খেলেছেন, এবং কোচ হিসেবে ২০২২-২৩ মরশুমে দলকে লা লিগা ও ২০২৩ সালের সুপারকোপা জিতিয়েছেন। ভারতীয় ফুটবলের প্রতি তাঁর আগ্রহ থাকলেও, এবার সেই অধ্যায় শুরু হওয়ার আগেই শেষ।