যুবভারতীর অ্যাস্ট্রো-টার্ফ স্টেডিয়ামের উদ্বোধন হতে পারে ৬ নভেম্বর; রাজগির পেল এএইচএফের অনুমোদন

বিহারের রাজগির স্পোর্টস অ্যাকাডেমির অ্যাস্ট্রো-টার্ফ এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) অনুমোদন পেল। নালন্দায় ৯০ একর জমির ওপর তৈরি রাজগির স্পোর্টস কমপ্লেক্সের অ্যাস্ট্রো-টার্ফে এখন হচ্ছে এশিয়ান কাপ। সেই উপলক্ষ্যে ওখানে উপস্থিত থাকা আর্ন্তজাতিক হকি ফেডারেশনের প্রেসিডেন্ট তায়াব ইকরাম এই খবর জানিয়েছেন শুক্রবার। বাংলা থেকেও হকি বেঙ্গলের কর্মকর্তারা রাজগির যাচ্ছেন রবিবার। তাদের মূল উদ্দেশ্য এশিয়ান কাপে আসা বিদেশি দলগুলোর মধ্যে আসন্ন বেটন কাপের জন্য দল নির্বাচন করা। এবারের বেটন কাপ অনুষ্ঠিত হচ্ছে ৬ থেকে ১৬ নভেম্বর। দেশের সেরা ১২টি দলের মধ্যে ১০টি দল তাদের অংশগ্রহণ ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে। কর্তাদের ইচ্ছে দুটো বিদেশি দলকে আনা। বাজেট আকাশছোঁয়া হয়ে যাবে বলে স্পেন, জার্মানি, ইংল্যান্ডের মত হকি বিশ্বের প্রথম সারির দল হয়ত আনা সম্ভব হবে না। তাই কর্তারা চেষ্টা করবেন এশিয়া থেকে যদি বাজেটের মধ্যে দুটো ভাল দল আনা যায়। সেদিনই যুবভারতী ক্রীড়াঙ্গনে, ফুটবল স্টেডিয়ামের বাইরে তৈরি হওয়া হকির অ্যাস্ট্রো-টার্ফ স্টেডিয়ামের উদ্বোধন হওয়ার কথা। স্টেডিয়ামে শেষ মুহূর্তের কাজ চলছে। আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) অনুমোদন কলকাতার এই স্টেডিয়াম গতবছরই পেয়েছে। আগামি সপ্তাহে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে হকি বেঙ্গলের কর্তাদের আলোচনায় বসার কথা। উদ্বোধনের ব্যাপারে চুড়ান্ত পরিকল্পনা তৈরি করার কথা।