বেঙ্গালুরুর ট্র্যাজেডিতে বাকরুদ্ধ, মর্মাহত দেশের ক্রিকেট মহল

আরসিবি ট্র্যাজেডির পর একদিকে চলছে বিতর্ক। দায় কার, তা নিয়ে জোর আলোচনা। পাশাপাশি বিশ্বের নানা প্রান্ত থেকে আসছে শোকবার্তা। মর্মাহত, বাকরুদ্ধ গোটা বিশ্বের ক্রিকেট মহল। হতবাক দেশের প্রাক্তন ক্রিকেটাররা। ৮৩-র বিশ্বজয়ী তারকা সৈয়দ কিরমানি বলেন, তাঁদের সময়ে এত বেশি টিভি চ্যানেল ছিল না। এত বেশি হাইপ উঠত না। তাই এখন এমন ঘটনা ঘটার সম্ভাবনা বাড়ে। নিরাপত্তার সব দিক খতিয়ে দেখে নেওয়া উচিত ছিল। সচিন তেন্ডুলকর জানান, বিরাট বড় ট্র্যাজেডি। ক্ষতিগ্রস্ত সব পরিবারকে হৃদয় থেকে সমবেদনা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। অনিল কুম্বলে পোস্ট করেছেন, ক্রিকেটের জন্য দুঃখের দিন। গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। মদনলাল রীতিমত ক্ষিপ্ত। আরসিবি ম্যানেজমেন্টের খারাপ পরিকল্পনাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, পরের দিনই তাড়াহুড়ো করে এমন অনুষ্ঠান করার কী দরকার ছিল? যুবরাজ সিং, ইরফান পাঠান, মনোজ তিওয়ারিরাও সমবেদনা জানিয়ে পোস্ট করেছেন। আরসিবির কিংবদন্তি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সও জানিয়েছেন এমন মর্মান্তিক ঘটনায় তাঁর হৃদয় কাঁদছে। কিরমানি, মদনলালরা একেবারে ঠিক জায়গাটাতেই আলা ফেলেছেন। এত তাড়াহুড়ো করার কী দরকার ছিল একটু সময় নিয়ে সব পরিকল্পনা ঠিকমত করেই তো এই অনুষ্ঠান করা যেত। এ কারণেই অনেকে প্রশ্ন তুলেছেন বিশ্বকাপ জিতে আসার পর মুম্বইয়ে তো অনেক বড় অনুষ্ঠান হয়েছিল! তখন তো কোনও সমস্যা হয়নি! তাই অনেকেরই তির এই ব্যাপারটার দিকে।
ট্রাক ড্রাইভারের ছেলে ভারতীয় দলে, যুবরাজের ছয় ছক্কাই প্রেরণা হরভনসের

বাবা ট্রাক ড্রাইভার। কানাডায় থাকেন। কিন্তু ভারতের হয়ে খেলার স্বপ্ন সফল করতে বাবার সঙ্গে কানাডায় যাননি ছেলে হরভনস। হরভনস সিং পাঙ্গালিয়া। গুজরাটের গান্ধীধামের ক্রিকেটার। ভারতের যুব দলে সুযোগ পেয়েছিলেন আগেই। এবার প্রথম ইংল্যান্ড সফরে যাচ্ছেন। আয়ুশ মাত্রের নেতৃত্বে ভারতে যে অনূর্ধ্ব ১৯ দল যাচ্ছে ইংল্যান্ড সফরে, সেই দলেই আছেন হরভনস। ট্রাক ড্রাইভার বাবা দমনদীপ সিং এবং কাকা শখের ক্রিকট খেলতেন। বাবা হরভনসকে বলেছিলেন, তাঁর সঙ্গে কানাডায় চলে যেতে। কানাডার হয়ে খেলার চেষ্টা করতে, কিন্তু হরভনস রাজি হননি। গোটা পরিবার কানাডায় চলে গেলেও তিনি মায়ের সঙ্গে ভারতে থেকে যান। ভারতের জার্সি পরার স্বপ্ন নিয়ে এগোতে থাকেন। দমনদীপ বলেন, “অনেক অভিনন্দনবার্তা পাচ্ছি। আজ বারবার মনে পড়ছে যখন হরভনস আমাকে বলেছিল না, সে কানাডায় যাবে না। ভারতের হয়ে খেলবে।“ হরভনসের আইডল যুবরাজ সিং। যুবির সেরা ফর্মের খেলা তিনি দেখেননি, তবে স্টুয়ার্ট ব্রডকে মারা ছয় ছক্কার ভিডিও দেখে যুবিতে মজে যান হরভনস। বাবা দমনদীপ আরও জানান, “২০১২ সালে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন যখন আমাদের শহরে অ্যাকাডেমি তৈরি করল, তখন ৬ বছর বয়সে হরভনসকে সেই অ্যাকাডেমিতে ভর্তি করে দিই।“ ১৭ সদস্যের ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল ইংল্যান্ডে যাচ্ছে। সেখানে পাঁচটি একদিনের ম্যাচ ও দুটি চারদিনের ম্যাচ খেলবেন হরভনসরা।