যুবভারতীতে সেমিফাইনাল খেলবে ইস্টবেঙ্গল!

মোহনবাগানের(MBSG) সঙ্গে ডার্বি ড্র। চির প্রতিদ্বন্দ্বীদের সুপার কাপ থেকে ছিটকে দিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। কিন্তু সেমিফাইনাল কোথায় খেলবে লাল-হুদ ব্রিগেড? সবকিছু ঠিকঠাক চললে যুবভারতীতেই সেমিফাইনালে প্রতিপক্ষের বিরুদ্ধে নামতে পারে ইস্টবেঙ্গল(Eastbengal)। ইতিমধ্যে ফেডারেশনের(AIFF) সঙ্গে সেই কথাবার্তাও হয়ে গিয়েছ। শুরু হয়ে গিয়েছে বাজেট প্রস্তুতির কাজ। খরচ ঠিকঠাক থাকলেই সুপার কাপের সেমিফাইনালে যুবভারতী স্টেডিয়ামে(Yuvabharati Stadium) নামবে ইস্টবেঙ্গল(Eastbengal)। সেমিফাইনালে পৌঁছে গেলেও, কবে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত দিন ঠিক করেনি ফেডারেশন(AIFF)। তবে শোনা যাচ্ছে ২৯ কিংবা ৩০ নভেম্বর সেমিফাইনাল হতে পারে সেই মতো নাকি প্রস্তুতিও চলছে। এরইমাঝে এবার ঘরের মাঠে সেমিফাইনাল খেলার আবেদন ইস্টবেঙ্গলের। ঘরের মাঠে সমর্থকদের অ্যাডভান্টেজটা কাজে লাগানোর জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। ডার্বিত মোহনবাগানের(MBSG) সঙ্গে ড্রয়ের পরই নাকি ইস্টবেঙ্গলের তরফে সেই আবেদন করা হয়ে গিয়েছ ফেডারেশনের কাছে। ফেডারেশনও যে খুব একটা গররাজি তা কিন্তু নয়। তাদের তরফ থেকে বলা হয়েছে এমনটা যদি করতে হয় তবে সম্পূর্ণ খরচ বইতে হবে ইস্টবেঙ্গলকেও(Eastbengal)। একপ্রকার ইস্টবেঙ্গলও রাজি। সেই মতো ম্যানেজমেন্ট বাজেট করাও শুরু করে দিয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে যুবভারতী স্টেডিয়ামেই সেমিফাইনালের আয়োজন হতে পারে। সেই মতো চেষ্টাই শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। একইসঙ্গে আগামী ২৯ কিংবা ৩০ নভেম্বর হতে পারে সেই এবারের সুপার কাপের সেমিফাইনাল। ঘরের মাঠে যদি সত্যিই সেমিফাইনাল হয়, সেটা যে ইস্টবেঙ্গলের কাছে একটা বড় পাওনা হবে তা বলার অপেক্ষা রাখে না।