ইডির সমন যুবরাজ, উথাপ্পাকে

এশিয়া কাপ(Asia Cup) চলছে। তারই মাঝে ভারতীয় ক্রিকেট মহলে এবার ইডির(ED) হানা। দুই ভারতীয় ক্রিকেটারকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেটিং অ্যাপের সঙ্গে যোগ থাকার কারণেই দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে সমন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুবরাজ সিং(Yuvraj Singh) এবং রবিন উথাপ্পাকে(Robin Uthappa) ডেকে পাঠানো হয়েছে ইডির দফতরে। সেখানেই তাদের নাকি জিজ্ঞাসাবাদও করা হতে পারে। বিশেষ করে স্টেটমেন্ট নেওয়ার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে ইডি। কয়েকদিন আগেই বেটিং সংস্থার সঙ্গে গাঁটছড়া ভেঙেছে বিসিসিআই(BCCI)। বিশেষ করে স্পোর্টস বিল(Sports Bill) পাস হওয়ার পরই বেটিং অ্যাপের ওপর নানান বিধি নিষেধ আনা হয়েছে। সেই বিল পাস হওয়ার পরই বেটিং অ্যাপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল বোর্ড। এমনকি ভবিষ্যতেও এমনটা করা যাবে না বলেই নির্দেশ করা আছে সেই বিলে। সেই নিয়মের গেড়োতেই এবার সমস্যা যুবরাজ সিং(Yuvraj Singh) থেকে রবিন উথাপ্পা। একটি বেটিং সংস্থার নানান বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাদের। বেটিং অ্যাপের সঙ্গে সংযোগ থাকার কারণেই এবার ইডির নজরে পড়েছেন তারা। বিজ্ঞাপনের পাশপাশি এই বেটিং অ্যাপগুলোর সঙ্গে আর কী কী ভাবে তারা জড়িত সেই সব নিয়েই জিজ্ঞাসাবাদের মুখে পড়তে পারেন দুই ভারতীয় তারকা ক্রিকেটার। আগামী ২২ সেপ্টেম্বর ইডির দফতরে রবিন উথাপ্পাকে হাজিরা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। ২৩ সেপ্টেম্বরে যাবেন যুবরাজ সিং। তারাই প্রথম নয়। এর আগে এমনই সমস্যায় পড়েছিলেন সুরেশ রায়নাও। তাঁকেও যেতে হয়েছিল ইডির দফতরে। এই দুই ক্রিকেটারের পাশাপাশি সোনু সুদকেও সমন পাঠানো হয়েছে ইডির তরফে বেটিং অ্যাপের সঙ্গে সংযোগ থাকলেই ডাক পড়ছে ইডির দফতরে।
কেরল লিগে অখ্যাত নিজারের ১২ বলে ১১ ছক্কা!

কেরল ক্রিকেট লিগে সলমন নিজারে ব্যাটিং রোশনাই। করলেন নতুন কীর্তি। ইনিংসের শেষ ওভারে ছ’টি ছক্কা মারেন নিজার। ছ’বলে ছটি ছক্কা মারার কীর্তিতে অনেকের নাম। যেমন যুবরাজ সিং, রবি শাস্ত্রী, ও হার্শে গিবস। কিন্তু নিজারের কীর্তি ওদের ছাপিয়ে গেল। শনিবার ত্রিবান্দ্রম রয়্যালসের বিরুদ্ধে কালিকট গ্লোবস্টার্সের হয়ে নিজার মারলেন ১২ বলে ১১টা ছয়! ২৮ বছরের বাঁ-হাতি ব্যাটসম্যান ২৬ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন। তাঁর স্ট্রাইক রেট ৩৩০.৭৬। ১২টা ছয়ে সাজানো তাঁর ইনিংসে ২০ বলে ৫০ রান করেন নিজার। ছ’নম্বরে ব্যাট করেন নিজার। গত বছর মাঝ মরশুমে সিএসকে তাঁকে ডেকেছিল। শনিবারের বিধ্বংসী ইনিংসের পরে অনেকেই মনে করছেন ২০২৬-এর আইপিএলে তাঁকে সিএসকে সই করাতে পারে। একটা সময় অবশ্য নিজার ধীর লয়ে ব্যাটিং করছিলেন। ১৩টি ডেলিভারিতে ১৭ রান করেন। পরের ১৩ বলে তিনি ৬৯ রান করেন। একসময়ে মনে হচ্ছিল কালিকটের ইনিংস শেষ হয়ে যাবে ১৩০ রানের মধ্য়েই। কিন্তু সেই কালিকট থামল গিয়ে ১৮৬ রানে। এর আগে কেরল ক্রিকেট লিগে সঞ্জু স্যামসন ঝড় তুলেছেন।