ইডেনে গুটিকয়েক দর্শক সেদিন অবাক হয়ে দেখেছিলেন তাকে। চোখের পলক ফেলার আগে, শাহবাজ আমেদের উইকেটের বেল ফেলে দেওয়ার ঘটনা দেশের ক্রিকেট সমাজে রাষ্ট্র হল অনেক পরে। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে। রঞ্জি ট্রফির (Ranji Trophy) বাংলা-গুজরাত ম্যাচ ছিল। শাহবাজ আমেদ (Shahbaz Ahmed) নিজেও কি ভাবতে পেরেছিলেন? বলটা খেলার পর শাহবাজের বাঁ পা-টা কতটা উঠেছিল সেটা বোধহয় একমাত্র তৃতীয় আম্পায়ার অ্যাকশন-রিপ্লে ক্যামেরায় দেখতে পেরেছিলেন। তার চোখেই পড়েছিল চোখের পলক ফেলার আগে শাহবাজের উইকেটের বেল পড়ে গিয়েছে!
উর্ভিল প্যাটেল (Urvil Patel)। ভারতীয় ক্রিকেটের নতুন এক তারা। কার কাছে শিখছেন উইকেটকিপিং? জানাতে দ্বিধা করেননি, গুজরাতের এই তরুণ ব্যাটসম্যান-উইকেটকিপার। সোশ্যাল মিডিয়ায় নিজেই লিখেছেন, ‘বই পড়ে শিখিনি। কিংবদন্তির কাছেই শিখেছি, শিখছি নিখুঁত উইকেটকিপিং-এর টেকনিক।’
সেই সুযোগও উর্ভিল পেয়ে গিয়েছেন। চেন্নাই সুপারকিংস (Chennai Super Kings) তাকে সই করানোর পর। ২৭ বছর বয়স তার। বরোদার হয়ে ক্রিকেটজীবন শুরু করেছিলেন। ২০১৮-১৯-এর রঞ্জি ট্রফির আগে তিনি বরোদা থেকে গুজরাতে রেজিস্ট্রেশন করান। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দ্রুততম সেঞ্চুরিও উর্ভিলের দখলে। গতবছর ত্রিপুরার বিরুদ্ধে করেছিলেন।
চেন্নাই সুপার কিংস তাকে নেওয়ার আগে উর্ভিল ছিলেন গুজরাত টাইটান্সে (Gujarat Titans) । কিন্তু খেলার সুযোগ পাননি। সিএসকে-তে যোগ দেন বংশ বেদী চোটে ছিটকে যাওয়ার পর। ২০২৫-এর আইপিএলে মাত্র ৩০ লক্ষ টাকায় তাকে নিয়েছিল সিএসকে। আইপিএল অভিষেকে, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১১ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংসের পর সার্চলাইট তার দিকে ঘুরতে থাকে। আইপিএলের শেষ ম্যাচে তার পুরোনো দল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১৯ বলে ৩৭ রান করেছিলেন।






