আলো ছড়ালেন প্রভসিমরন-অর্শদীপ, আঁধারেই ঋষভ, দুইয়ে পঞ্জাব

রবিবার ধরমশালায় পঞ্জাব কিংস ৩৭ রানে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে দু নম্বরে উঠে এল। কিন্তু ম্যাচটা কোথা থেকে শুরু করা উচিত? কীভাবে শুরু করা উচিত? ঋষভ পন্থ না প্রভসিমরন সিং- কাকে দিয়ে শুরু করা উচিত? কিংসের তৃতীয় ওপেনার হিসাবে পরপর তিন ইনিংসে অর্ধশতরান করে ম্যাচ জেতালেন। অন্যদিকে মহাতারকা ঋষভ পন্থ। ম্যাচের পর ম্যাচ রানের জন্য কী লড়াইটাই না তাঁকে করতে হচ্ছে। এদিনও ১৮ রান করেই আউট! আইপিএলের ইতিহাসে রেকর্ড ২৭ কোটি টাকা খরচ করে তাঁকে নিয়ে এসেছে লখনউ। কিন্তু ধরমশালাতেও একই ছবি। সঞ্জীব গোয়েঙ্কার শরীরী ভাষায় নিদারুন হতাশা। প্রভসিমরনকে থামানো যাচ্ছে না। সুপার জায়ান্টসের বোলিংকে সুপার ফ্লপ করে ৪৮ বলে ৯১ রানের দুরন্ত ইনিংস! শ্রেয়সও নিঃশব্দে ২৫ বলে ৪৫। পঞ্জাব পৌঁছে গেল ৫ উইকেটে ২৩৬ রানে। এরপর অর্শদীপ যদি ১৬ রান খরচ করেই ৩ উইকেট তুলে নেন এবং বাকিরাও তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দেন তাহলে যা হওয়ার তাই হল। এদিন শুধু পন্থ নন, লখনউয়ের মহাতারকারা কেউই ক্লিক করলেন না। না পুরান, না মিলার। লড়ে গেলেন শুধু তরুণ আয়ুষ বাদোনি। করলেন ৪০ বলে ৭৪ রান। সুপার জায়ান্টস থামল ৭ উইকেটে ১৯৯ রানে। প্রভসিমরম আর শ্রেয়শের এই ধারাবাহিকতা বজায় থাকলে এবং বোলাররা যদি এভাবে কেউ না কেউ পাশে দাঁড়িয়ে পড়েন, তাহলে প্রথম দুইয়ে থেকেই প্লে অফ খেলার প্রভূত সম্ভাবনা রয়েছে কিংসের।