মর্মান্তিক! আকস্মিকভাবে মৃত্যু হল বেঙ্গালুরু এফসি অ্যাকাডেমির ক্ষুদে ফুটবলার রোনাল্ডের

মর্মান্তিক ঘটনা! মাত্র ১০ বছরের এক ক্ষুদে ফুটবলারের আকস্মিক মৃত্যু। বেঙ্গালুরু এফসির অনূর্ধ্ব ১১ কোচিং প্রোগ্রামের ফুটবলার রোনাল্ড আর্নেস্ট ডি গ্রাসার হঠাৎই মৃত্যু হল বুধবার সকালে। প্রতিভাবান এই ফুটবলারেরর মৃত্যুতে শোকস্তব্ধ বেঙ্গালুরু এফসি। সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে বেঙ্গালুরু এফসি পোস্ট করেছে এমন আকস্মিক ঘটনায় বেঙ্গালুরু এফসি পরিবার শোকস্তব্ধ। এমন সময় আমরা আর্নেস্ট ডি গ্রাসার পরিবার ও বন্ধুদের পাশে আছি। এবং প্রার্থনা করছি। প্রাক্তন জাতীয় ফুটবলার ও কোচ রমন বিজয়ন জানান, তিনি চেন্নাইয়ে আছেন। বিস্তারিত কিছু জানেন না, তবে ১০ বছরের ফুটবলারের মৃত্যু খুবই যন্ত্রণাদায়ক। বেঙ্গালুরু এফসির ইমার্জিং ফুটবলার অফ দ্য সিজন বিনীত বেঙ্কটেশ বলেন, তিনি ঘটনার কথা শুনেছেন। তবে জানেন না কীভাবে এমন হল। বিনীত বলেন, “এমন দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক ঘটনায় কিছু বলতে পারছি না। ডি গ্রাসার আত্মার শান্তি কামনা করি।“