অপারেশন সিন্দুর – পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন চালাল ভারতীয় সেনা। মোট ৯টি জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী। তাদের এই অপারেশনকে স্যালুট জানাচ্ছে ক্রিকেট দুনিয়া। এবং বিসিসিআইয়ের একটি সূত্র জানাচ্ছে এই পরিস্থিতিতেও আইপিএল নির্দিষ্ট সূচি মেনেই চলবে।
২২ মার্চ শুরু হয়েছে আইপিএল। গ্রুপ পর্বের শেষ পর্যায় চলছে। বিসিসিআিই সূত্র জানাচ্ছে আপাতত আইপিএল চলবে। তবে পরিস্থিতির ওপর নজর রাখছে বোর্ড। পরিস্থিতি অনুযায়ী দেশের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা। প্রাণ হারান ২৭ জন। তারপর থেকেই ফুঁসছিল গোটা ভারত। শেষ পর্যন্ত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ডেরায় এয়ার স্ট্রাইক করে ভারতীয় সেনাবাহিনী। প্রাণ হারায় বহু জঙ্গি। গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গিদের সব পরিকাঠামো।
গৌতম গম্ভীর থেকে আকাশ চোপড়া, প্রজ্ঞান ওঝা সকলেই ভারতীয় সেনাবাহিনীর বীরত্বকে কুর্নিশ করেছেন। কেকেআর তারকা বরুণ চক্রবর্তীও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভারতীয় সেনাবাহিনীও সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে জানিয়েছে, “জাস্টিস ইজ সার্ভড”