পহেলগাঁও কান্ডের মাঝেই আবার একটা হুমকি। ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীরকে প্রাণে মারার হুমকি দিল আইএসআইএস। সংবাদসংস্থা এএনআই এই খবর জানিয়েছে।
২২ এপ্রিল গম্ভীর দুটি ইমেল পন। যেদিন পহেলগাঁওয়ে জঙ্গীদের গুলিতে ২৬ জন নিরীহ মানুষ প্রান হারান, সেদিন বিকেলেই প্রথম ইমেল পান গম্ভীর। পরেরটি সন্ধ্যায়। এমন ইমেল পাওয়ার পর গম্ভীর ঝুঁকি না নিয়ে পুরো ব্যাপারটি বুধবার দিল্লি পুলিশকে জানান। প্রথমে তিনি রাজিন্দর নগর পুলিশ স্টেশনে যান। পরে সেন্ট্রাল দিল্লিতে ডেপুটি পুলিশ কমিশনারের কাছে গিয়ে পুরো ব্যাপারটি খুলে বলেন। এ নিয়ে তিনি একটি এফআইআরও করেন। পুলিশ জানিয়েছে, তাঁর এবং তাঁর পরিবারের সবরকম নিরাপত্তা দেখা হবে। বাড়িতে সিকিউরিটির ব্যবস্থাও থাকছে। এমন প্রাণে মারার হুমকি অবশ্য এর আগেও গম্ভীরের কাছে এসেছে। ২০২১ সালে যখন তিনি সংসদের সদস্য ছিলেন, তখনও তাঁকে এমন ইমেল করা হয়েছিল।
পহেলগাঁওয়ে নাশকতার পর গম্ভীর এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, এমন ঘটনা মেনে নেওয়া যায় না। ২৬ জন নিরীহ মানুষকে কীভাবে মারা হল! এর থেকে ভয়ঙ্কর নিন্দাজনক ঘটনা আর হতে পারে না। ২০১৯ সালে পুলওয়ামার ঘটনার পর জঙ্গীদের এমন কান্ড আবার দেখা গেল। আমি সেই সব মৃত মানুষের পরিবারের পাশে আছি। তাদের সমবেদনা জানাবার ভাষা আমার কাছে নেই। তবু এমন অবস্থায় সঙ্গে থাকাটাও বড় ব্যাপার।
গম্ভীর এই মুহূর্তে দিল্লিতে নিজের বাড়িতে পরিবারের সঙ্গে আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেশে ফিরে আসার পর তিনি পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন ফ্রান্সে। সেখান থেকে ফিরে বাড়িতেই আছেন। আগামি জুনে তাঁর কাজ শুরু হয়ে যাবে। ভারতীয় দল নিয়ে তিনি যাবেন ইংল্যান্ডে পাঁচ টেস্ট সিরিজ খেলতে। সেখানে ২০ জুন ভারতীয় দলের প্রথম টেস্ট ম্যাচ।