না, যাবতীয় জল্পনা-কল্পনার অবসান। কার্লো আনচেলেত্তি ব্রাজিল দলের দায়িত্ব নিতে চলেছেন। দিন সাতেক আগে ঠিক হয়ে গিয়েছিল আনচেলেত্তি ব্রাজিলের কোচ হচ্ছেন। পরে সেই খবরের সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায়, রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির ফঁাদে জড়িয়ে পড়েছেন ইতালিয়ান কোচ। তবে এই মুহূর্তের খবর, রবিবার এল ক্লাসিকো ম্যাচ রয়েছে। সেই ম্যাচের পর সরকারীভাবে ঘোষণা করা হবে। জানিয়ে দেওয়া হবে, কবে ব্রাজিলের পথে পা বাড়াবেন আনচেলেত্তি।
খবরে প্রকাশ, লা লিগা শেষ হওয়ার আগেই নাকি আনচেলেত্তি পা বাড়াচ্ছেন ব্রাজিলের পথে। যদিও নির্দিষ্ট তারিখ জানা যায়নি। দীর্ঘদিন ধরেই আনচেলেত্তিকে কোচ করার জন্য ব্রাজিল ফুটবল কনফেডারেশন বা সিবিএফ চেষ্টার ত্রুটি রাখছে না। কিন্তু সেই চেষ্টায় বারবার জল ঢেলে দিয়েছে দু-পক্ষই। কিন্তু আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পর কোচ দরিভাল জুনিয়রকে ছঁাটাই করে সিবিএফ। তারপর থেকেই আনচেলেত্তিকে কোচ করার জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল। সেইজন্য বিশ্বকাপ সামনের বছর। অথচ এতদিন হয়ে গেল কোনও কোচ ব্রাজিল দলের নেই। যা এককথায় অবিশ্বাস্য। আসলে আনচেলেত্তিকে কোচ করার ভাবনা মাথায় রেখে এগোতে গিয়ে অন্য কারও হাতে দায়িত্ব তুলে দিতে চাইছে না ব্রাজিল। তাছাড়া সিবিএফের সভাপতি এডনাল্ডো রড্রিগেজ স্পষ্টভাবে বলে আসছেন, আনচেলেত্তিকে কোচ করে আনা তঁার কাছে একটা স্বপ্ন।
এবারে যখন সবকিছু ঠিক হয়ে গিয়েছিল তখন স্বপ্নভঙ্গ ঘটলো কেন? আনচেলেত্তিকে কোচ করতে গিয়ে সমস্যা দাঁড়াচ্ছিল কোথায়? ২০২৬ সালের জুন অব্দি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন ইতালিয়ান কোচ। ব্রাজিলের দায়িত্ব নিতে গেলে এক বছর আগে তঁাকে রিয়াল ছেড়ে চলে যেতে হচ্ছে। তাহলে বাকি এক বছরের চুক্তির অর্থ মিটিয়ে দিতে হবে রিয়ালকে। যেহেতু তিনি ২০২৬ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ। উল্টোদিকে আনচেলেত্তি চাইছিলেন না রিয়ালের সঙ্গে ঝামেলা না মিটিয়ে ব্রাজিলের পথে পা ফেলতে। বর্তমান খবর অনুযায়ী, দু পক্ষের মধ্যে যাবতীয় সমস্যার সমাধান হয়ে গিয়েছে। ঐক্যমত্যে পৌছেছে দুটো পক্ষই। যদিও চুক্তি কী হল, তা জানা যাচ্ছে না। তবে যাই চুক্তি হোক না কেন, দু-পক্ষই নাকি ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছেন, ব্রাজিলের কোচ হতে আর কোনও বাধা নেই। এবার প্রশ্ন হচ্ছে, আনচেলেত্তি রিয়াল ছাড়লে তঁার জায়গায় কোচ কে হবেন? প্রবলভাবে উঠে আসছে একজনের নাম, জাবি আলোনসো। লেভারকুসেনের কোচ জাবির সঙ্গে নাকি পাকা কথা বলা শুরু করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এখন রবিবার এল ক্লাসিকো ম্যাচের দিকে সকলে তাকিয়ে। সেই ম্যাচ হওয়ার পর সরকারীভাবে ঘোষণা করা হবে।
