জামশেদপুরকে সাফল্য এনে দেওয়ার পুরস্কার পাওয়ার সুযোগ খালিদের সামনে। খালিদ জামিলকে ভারতের অনূর্ধ্ব ২৩ দলের কোচ হওয়ার প্রস্তাব দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামি বছরের এশিয়ান গেমস ও এএফসি অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য তাঁকে কোচ করতে চায় ফেডারেশন। তবে একই সঙ্গে তিনি ক্লাব কোচিংও করার সুযোগ পাবেন। এবার এআইএফএফের বর্ষসেরা কোচ হয়েছেন জামশেদপুর এফসির কোচ খালিদ। জামশেদপুরকে আইএসএলের সেমিফাইনালে ও সুপার কাপের ফাইনালে তুলেছিলেন খালিদ জামিল।
জামশেদপুর এফসির সিইও মুকুল চৌধুরি জানান, এআইএফএফ তাঁদের ও খালিদকে এই প্রস্তাবের ব্যাপারে জানিয়েছে। এটা খালিদের সিদ্ধান্ত। এখনও কিছুই চূড়ান্ত নয়। ফেডারেশন তাড়াতাড়ি প্রস্তুতি শুরু করে দিতে চায়, খালিদ ফেডারেশনের পছন্দ হলেও তিনি এখনও এ ব্যাপারে মনস্থির করেননি।
কম বাজেটের দল নিয়েও জামশেদপুরকে সাফল্য এনে দিয়েছেন। আইএসএলের প্লে অফে তোলেন। সেমিফাইনালে লিগের সেরা দল মোহনবাগানের কাছে অল্পের জন্য হার মানেন। প্রথমবার সুপার কাপের ফাইনালে তোলেন জামশেদপুরকে। সিনিয়র জাতীয় দলের কোচ মানালো মার্কুয়েজও বলেন, পারফরম্যান্সের কথা ভাবলে নিঃসন্দেহে খালিদ জামিল ভারতের সেরা কোচ।
এশিয়ান গেমসে অনূর্ধ্ব ২৩ ফুটবলাররাই খেলেন। মাত্র তিনজন বেশি বয়সের ফুটবলার খেলানো যায়। অন্যদিকে ২০২৬ এএফসি অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ড্র হবে ২৯মে কুয়ালালামপুরে।