ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে রোহিত শর্মা যা করেছেন তারজন্য ভারতের কৃতজ্ঞ থাকা উচিত বলে মনে করছেন শুভমন গিল। বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত। তাও হয়ে গেল ২৪ ঘন্টা। তাই রোহিত সরে যেতে এখন অনেকের মনে প্রশ্ন জাগছে, ভারতকে নেতৃত্ব দেবেন কে? ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে অনেকে মনে করছেন, শুভমন গিলের হাতে ভারতের নেতৃত্বের ভার তুলে দেওয়া উচিত। যশপ্রীত বুমরা এগিয়ে ছিলেন অধিনায়কত্বের দৌড়ে। নেতৃত্বের ভার তুলে না দেওয়ার পিছনে যশপ্রীতের প্রধান প্রতিবন্ধকতা হল, চোট-আঘাত। তিনি যে ইংল্যান্ড সফরে গিয়ে টানা পঁাচটা টেস্ট খেলতে পারবেন না তা একপ্রকার সকলে নিশ্চিত। তাই কেএল রাহুলের নামও অনেকে বলছেন। তাহলে এগিয়ে কে, শুভমন গিল না কেএল রাহুল? সেই প্রশ্নের উত্তর এই মুহূর্তে পাওয়া যাবে বলে মনে হয়না।
রোহিত শর্মা যখন একদিনের ক্রিকেটে অধিনায়ক, তখন সহ-অধিনায়ক হলেন শুভমন গিল। তাই রোহিতের অবসর নেওয়ার পর একটা হৃদয়গ্রাহী পোস্ট করেছেন শুভমন। সেই পোস্টে ভারতীয় টেস্ট ক্রিকেটে ওপেনার লিখেছেন, “একজন খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে তুমি যা অবদান রেখেছো তারজন্য ভারতের উচিত তোমার কাছে কৃতজ্ঞ থাকা। তুমি আমাকে যেমন অনুপ্রেরণা জুগিয়েছো, ঠিক তেমনি তোমার সাথে বা তোমার বিপক্ষে যারা খেলেছে তাদেরকেও অনুপ্রানিত করেছো। তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। যে শিক্ষা চিরকাল মনে থাকবে।” এক্স হ্যান্ডেলে শুভমন গিল আরও লিখেছেন,“আমি যাদের অধিনায়কত্বে খেলেছি তাদের মধ্যে অন্যতম সেরা অধিনায়ক হলে তুমি। তাই তোমাকে অবসরের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ ক্যাপ।”
অস্ট্রেলিয়া সফরে রোহিত যখন খারাপ পারফরম্যান্স করছিলেন তখন নির্বাচকরা ঠিক করে ফেলেন, রোহিতকে টেস্ট ক্রিকেট থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হবে। সেই খবর চাউর হওয়ার পরে রোহিত ঘনিষ্ঠ মহলে জানিয়ে ছিলেন, তিনি টেস্ট ক্রিকেটে আর যোগ দেবেন না। সরে দঁাড়াবেন। বিশেষ করে মেলবোর্ন টেস্ট হারার পর এই নিয়ে জোর গুঞ্জন ওঠে। যদিও পরবর্তীকালে তিনি আর সরে দঁাড়াননি। বুধবার এক্স হ্যান্ডেলে তিনি ঘোষণা করে দেন, টেস্ট ক্রিকেট আর খেলবেন না। সামনে ইংল্যান্ড সফর। যা শুরু হবে জুনে। পঁাচটা টেস্ট ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। এই সিরিজ থেকেই শুরু হচ্ছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ। সুতরাং এমন একজনকে এই সিরিজে নেতৃত্বের ভার তুলে দিতে চাইছে ভারতীয় বোর্ড যিনি আগামী দু-বছর অধিনায়কত্ব করবেন। সেই জায়গায় রোহিত মোটেই ভাল জায়গায় ছিলেন না। শেষ ১১টা টেস্টে তিনি মাত্র ৭৩ রান করেছেন। গড় রান ৬.৬৩। রোহিত সবচেয়ে দীর্ঘক্ষণ ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার এমসিজিতে। যেখানে তিনি ৪০ বল খেলে করেছিলেন মাত্র ৯ রান। তাই রোহিতের পক্ষে অধিনায়কত্ব টিকিয়ে রাখা মুশকিল ছিল। এসব বুঝেই হয়তো রোহিত নিজেকে সরিয়ে নিলেন। তবে শুভমন গিল যা হৃদয়গ্রাহী পোস্ট করেছেন তাতে তিনি বুঝিয়ে দিয়েছেন, রোহিত না খেললেও তঁার প্রতি সমান আনুগত্য থাকবে।