আবার বিরাট সাফল্য সৌরভ কোঠারির। ২০২৫ আইবিএসএফ ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়ন হলেন সৌরভ। তিনি হারালেন আর এক ভারতীয় আগেরবারের চ্যাম্পিয়ন পঙ্কজ আদবানিকে। ৩৫ বছর আগে ১৯৯০ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন সৌরভের বাবা বিলিয়ার্ডসের কিংবদন্তি মনোজ কোঠারি। সৌরভ হলেন তৃতীয় ভারতীয় যিনি আইবিএসএফ ও ডব্লুবিএল ওয়ার্ল্ড বিলিয়ার্ডস খেতাব জিতেছেন। স্নুকার ও বিলিয়ার্ডস আয়ারল্যান্ড অ্যাকাডেমিতে বিশ্বসেরার খেতাব জিতলেন সৌরভ কোঠারি।
ফাইনালে পঙ্কজকে হারালেন সৌরভ, কিন্ত দুর্ধর্ষ এক ম্যাচের সাক্ষী থাকল আয়ারল্যান্ড অ্যাকাডেমি। পঙ্কজ যেখানে স্কার করেছেন ৪৮০ সেখানে সৌরভের স্কোর ৭২৫। ম্যাচের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রেখে শেষ হাসি হাসলেন সৌরভ। এই প্রথমবার তিনি আইবিএসএফ বিশ্ব খেতাব জিতলেন। একই সঙ্গে সমৃদ্ধ করলেন পারিবারিক ঐতিহ্যকে। ফাইনালে ওঠার পথে সেমিফাইনালে হারিয়েছেন একাধিকবার চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ডর কিংবদন্তিকে।

ভেস্তে গেল খেলা, বৃষ্টি সুবিধা করে দিল দিল্লি ক্যাপিটালসকে
দিল্লি ক্যাপিটালস: ৮ উইকেটে ১৩৩ (২০ ওভার) একেই বুঝি কপাল বলে। নিশ্চিত হারা ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে অক্ষর প্যাটেলরা