দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সাফল্য পাওয়া সহজ ছিল না। দারুন লড়াই করে কেকেআর দুটি ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নিজেদের একটা জায়গায় দাঁড় করিয়েছে। এই জায়গা থেকে প্লে অফ খেলার স্বপ্ন দেখা যায়। সেই স্বপ্ন কেকেআরও দেখছে। মনে করছে, মোমেন্টাম ধরে রাখতে পারলে শেষ চারের লড়াইয়ে ঢুকে পড়া সম্ভব। ক্রিকেটাররা সেই চেষ্টাই করছেন। এখন অপেক্ষা বুধবার ধোনিদের বিরুদ্ধে কেমন খেলে কেকেআর। মঙ্গলবার শেষ বিকেলে কোচ চন্দ্রকান্ত পন্ডিত মিডিয়ার সঙ্গে কথা বলতে এসে জানিয়ে গেলেন, শেষ দুটি ম্যাচ আমদের ছেলেরা যে ক্রিকেট খেলেছে, সেটাই ওদের আসল খেলা। অনেকদিন পর ওরা একটা দল হিসেবে খেলেছে। এটাই আমাদের সাফল্যের চাবিকাঠি।
সেই সাফল্য দেখতে ক্রিকেটপ্রেমীরা আবার মাঠে আসবেন। এবারও কি জয় দেখা যাবে। এখন তারা এমন একটি জায়গায় দাঁড়িয়ে, সেখানে একটি ম্যাচ হাতছাড়া হলে টুর্নামেন্টের বিদায় ঘন্টা বেজে যাবে। সেটাও ক্রিকেটাররা জানেন। তাই প্রতিপক্ষ দলে কে আছেন, সেদিকে না তাকিয়ে নিজেদের খেলাটা খেলতে চান। সেটা হলে জয় নিয়ে প্রশ্ন উঠবে না। পন্ডিত মানছেন। বলছেন, প্রতিপক্ষ ধোনির দল। ধোনি মাঠে নামলে গ্যালারির চেহারা কেমন হয়, তা আমরা জানি। ওদের দিকে সমর্থন তখন অনেকটাই চলে যাবে। তবু বলছি, আমরা নিজেদের নিয়ে ভাবতে চাই। ওদের আলোচনায় আনার দরকার নেই। কে আছে বা কে নেই, সেদিকে নজর না দিয়ে নিজেরা সেরাটা তুলে ধরতে পারলে ম্যাচ জিতব। আমি এই নীতিতে বিশ্বাস করি-একটা দল হিসেবে খেলতে পারলে সাফল্য আসবেই। সেটাই এখন কেকেআরের মন্ত্র। এর বাইরে অন্য কিছু নেই।
রাজস্থান ম্যাচে কেকেআরের ফিল্ডিং ভাল হয়েছে। ভাল ফিল্ডিংয়ের কারনেই তারা ম্যাচ জিতেছে, এমন বললেও ভুল হয় না। বৈভবের ক্যাচ রাহানে যেভাবে ধরলেন তাকে কী বলা যাবে। আবার রিঙ্কু সিং ফিল্ডিং দারুন জায়গায় নিয়ে যেতে না পারলে রাজস্থান ম্যাচ জিতে যায়। কী অসাধারন ফিল্ডিং করেছেন তাঁরা। অন্তত শেষ ওভারে রিঙ্কু শরীরকে স্লাইডিং করে যে বাউন্ডারি আটকে দেন, সেটাকে কী বলা যাবে। না হলে কেকেআর শেষ ওভারে ম্যাচ হারে। পন্ডিত সবই মানছেন। বলছেন, এটাই টিম গেম। একটা দলের সাফল্য নির্ভর করে তিনটি বিষয়ের উপর। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং। প্রথম দুটি ঠিক করে আপনি যদি ফিল্ডিংয়ে আলগা দেন, তা হলে ম্যাচ হাত থেকে বেরিয়ে যাবে। রাজস্থান ম্যাচে আমরা তা হতে দিইনি। তাই জিতেছি।
আরও একট ব্যাপার আছে। সেদিন রাসেলকে পাঁচ নম্বরে নামিয়ে কেকেআর চমক দিয়েছে। এখন কি সেই ভাবনা সামনে রেখে কেকেআর ছুটবে। এবার কিন্তু অনেকটাই ব্যাকফুটে পন্ডিত। তিনি বলছেন, আমরা পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডার ঠিক করব। রিঙ্কু, আইয়ারও ফিট। ওদেরও আগে নামিয়ে দেওয়া যেতে পারে। রাসেল তো আছেই। তাই এখনই বলা যাবে না আমাদের ব্যাটিং অর্ডার কেমন হবে। ম্যাচ যেভাবে চলবে, আমাদের ভাবনা সেভাবেই ছুটবে। তারপর অন্য ভাবনা।