বৈভবকে প্রশংসা করে আকাশে তুলবেন না। সতর্ক হয়ে ওকে নিয়ে নাড়াচাড়া করন, এভাবেই সবাইকে সতর্ক করলেন সুনীল গাভাসকর। ৩৫ বলে শতরান করার পর, সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে শতরান করার পর দেশ জুড়ে প্রশংসায় ভাসানো হচ্ছে বৈভবকে। ছোট্ট ছেলেটাকে নিয়ে এখানেই উদ্বিগ্ন সানি।
গাভাসকর বলেন, “বৈভব এখন উন্নতি করছে। পাশে পাচ্ছে রাহুল দ্রাবিড়কে। ওর কাছ থেকে ইনিংস গড়া শিখবে। ও প্রথম ম্যাচে প্রথম বলেই ছক্কা মেরেছ বলে বেশি উৎফুল্ল হওয়া ঠিক নয়। অভিজ্ঞ বোলাররা জানে কী করতে হবে। তখন আউট হবে এবং মুষড়ে পড়বে।“
গাভাসকর মেনে নেন, “টি টোয়ন্টিতে ৫—৬০ বা ৭০ রান করা খুবই কৃতিত্বের, সেখানে ও কোয়ালিটি বোলারদের বিরুদ্ধে শতরান করেছে।“
রাহুল দ্রাবিড়ও বৈভবকে নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, “সব সময় সমালোচনা বা মিডিয়ার আগ্রহকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এগুলোকে নিয়েই চলতে হবে। আমাদের দেশে এসব থাকবে। তাই ওকে সাহায়্য করতে হবে যে কীভাবে এগুলোকে মানিয়ে নিতে হয়।“
বৃহস্পতিবার ঠিক সেটাই হল। শূন্য রানে আউট হল বৈভব। পরিস্থিতি বদলাবে। সব কিছুর সঙ্গে মানাতে হবে। বেশি প্রশংসা বা বেশি সমালোচনা একটা ছোট্ট ছেলের মনে কী প্রতিক্রিয়া তৈরি করতে পারে, সেটা ভেবেই এমন পরামর্শ দিচ্ছেন সানি গাভাসকর।