কলকাতা প্রিমিয়ার ডিভিসনের খেলা ২৫ জুন শুরু হচ্ছে। একথা জানিয়ে দিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। যদিও এখনও কলকাতা লিগের উপর মামলা চলছে। তবু আইএফএ সচিব জানালেন, কলকাতা লিগ চালু করতে কোনও সমস্যা হবে না। তার আগেই পুরো ব্যাপারটা সমাধান হয়ে যাবে। সুতরাং এবার প্রিমিয়ার ডিভিসন লিগ চালু করতে আর কোনও সমস্যা রইল না। বুধবার ছিল কলকাতা লিগ সাব কমিটির সভা। সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগের মতোই গ্রুপ ভাগ করে খেলা হবে। “দেখুন আমার কাছে মোহনবাগান, ইস্টবেঙ্গল বা মহামেডান বলে কথা নয়। ২৬টা দল প্রিমিয়ার ডিভিসনে খেলে। সেইরকম ভাবেই প্রতিটি দলকে আমি সমান চোখে দেখব। তবে জনসমর্থন আছে তিন প্রধানে এটা মানছি। তারমানে এই নয় যে, আলাদা করে তাদেরকে নিয়ে ভাবতে হবে।” জানিয়ে দিলেন অনির্বাণ।
মে মাসের মধ্যে যে শিল্ড শুরু হবে তাও জানিয়ে দিলেন আইএফএ সচিব। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঘোষণা হয়নি। কিন্তু মে মাসে শিল্ড করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আইএফএ। গত দুবছর ঐতিহ্যবাহী শিল্ড হয়নি। এবারও যদি না হয় তাহলে আইএফএ-র গায়ে কাদা লাগবে। সেই কাদা যাতে না লাগে তারজন্য আইএফএ চেষ্টার কোনও ত্রুটি রাখছে না। অনির্বাণ বলছিলেন, “আমরা মে মাসের মধ্যে শিল্ড করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। মনে হয় করা যাবে। তবে সিনিয়র দল নিয়ে শিল্ড করা সম্ভব নয়। তাই আমরা জুনিয়র দলগুলোকে নিয়ে করব। যাইহোক শিল্ড করার জন্য আমাদের চেষ্টার কোনও ত্রুটি থাকবে না। সেই পথেই আমরা এগোচ্ছি।” “” “”
