হাতে মাত্র দুটি ম্যাচ। তবু আইপিএল শেষ করার আগে রাজস্থান রয়্যালস দুই ক্রিকেটারকে সই করাল। এঁরা হলেন, দক্ষিন আফ্রিকার নান্দ্রে বার্গার ও লুয়ান প্রিটোরিয়াস। চোট পাওয়া দুই ক্রিকেটার নীতিশ রানা ও সন্দীর শর্মার জায়গায় এঁরা দলে এলেন।
২০২৫ আইপিএল থেকে ছিটকে গিয়েছে রাজস্থান রয়্যালস। নীতিশ রানার চোটের খবর আগেই সামনে এসেছিল। কিন্তু শেষ ম্যাচে সন্দীপ শর্মা না খেলায় প্রশ্ন ওঠে রাজস্থান এবার কি করবে। তাঁরা কি দুটি ম্যাচের জন্য বদলি ক্রিকেটার দলে নেবেন। তবে দেরি করলেন না রাজস্থান কর্তারা। তাঁরা দক্ষিন আফ্রিকার বাঁহাতি পেসার নান্দ্রে বার্গারকে সই করিয়ে নিলেন।
দলের হয়ে ১০টি ম্যাচে আঙ্গুলে চোট থাকা সত্বেও খেলেছেন সন্দীপ। কিন্তু এখন আর পারছেন না। আইপিএলে সন্দীপের রেকর্ড বেশ ভাল। তিনি ১৩৭ ম্যাচে উইকেট পেয়েছেন ১৪৬টি। গড় ২৭.৮৭। ২০২৪ আইপিএলে রাজস্থানের হয়ে খেলেছেন বার্গার। ৬টি ম্যাচে পেয়েছেন ৭টি উইকেট। টি ২০ ক্রিকেটে বার্গারের রেকর্ড ভাল। তিনি ৬৯ ম্যাচে পেয়েছেন ৭৭টি উইকেট। গড় ২৩.৪৪।
বার্গারের আগে রাজস্থান দলে নিয়েছে দক্ষিন আফ্রিকার লুয়ান প্রিটোরিয়াসকে। নীতিশ রানা চোটের কারনে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় দলে নেওয়া হলে ২০ বছরের প্রিটোরিয়াসকে। ৩০ লাখ টাকায় তাঁকে দলে নিয়েছে রাজস্থান। তিনি এখনও পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ না খেললেও ৩৩টি টি২০ ক্রিকেট খেলেছেন। রান করেছেন ৯১১। গড় ২৭.৬০। স্ট্রাইক রেট ১৪৭.১৭। গতবছর অনুধ্ব ১৯ বিশ্বকাপে তাঁকে খেলতে দেখা গিয়েছে। জাতীয় দলের হয়ে ৬টি ম্যাচে তিনটি হাফ সেঞ্চুরি সহ করেছিলেন ২৮৭ রান। গড় ৫৭.৪৫। রাজস্থানের পরের ম্যাচ চেন্নাইয়ে ধোনিদের বিরুদ্ধে।