আইপিএলে আবার ম্যাচ গড়াপেটার অভিযোগ! রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অভিযোগ আনলেন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির কনভেনর জয়দীপ বিহানি। আর তারপরই ক্ষোভে ফুঁসে উঠে বিহানির বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানানোর পথে হাঁটল রাজস্থান ফ্র্যাঞ্চাইজি। রাজস্থানের মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী ও ক্রীড়া সচিবের কাছে বিহানির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে. বলা হয়েছে এই অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বিহানির কাছে এই বিষয়ে কোনও তথ্য নেই।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ ওভারে মাত্র ৯ রান তুলে ম্যাচ জিততে ব্যর্থ হয় রাজস্থান রয়্যালস। একইভাবে তারা ম্যাচ হারে দিল্লি ক্যাপিটালসের কাছেও। তারপরই ম্যাচ গড়াপেটার অভিযোগ আনেন জয়দীপ বিহানি। এমনকী তিনি অতীতের ঘটনাও তুলে ধরেন। ২০১৩ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল। অভিযুক্ত হয়েছিলেন কর্ণধার রাজ কুন্দ্রাও। সে রকমই ঘটনার পুনরাবৃত্তির অভিযোগ আনছেন বিহানি।
তবে এরপরই ক্ষোভে ফুঁসে ওঠে রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট। তারা সরাসরি রাজ্য সরকারকে এমন মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনার জন্য জয়দীপ বিহানির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে। অ্যাডহক কমিটি যেহেতু সরকারের নিয়ন্ত্রণাধীন তাই আর্জি জানানো হয়েছে রাজ্য সরকারের কাছে। এমনিতেই রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে রাজস্থান ফ্র্যাঞ্চাইজির সম্পর্ক বেশ খারাপ, এই ঘটনার পর সেই সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে।
সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস এবার বেশ খারাপ পারফরম্যান্স করছে। এই মুহূর্তে তারা রয়েছে লিগ টেবিলের অষ্টম স্থানে।