অবাক হলেও সত্যি। খেলতে হল না, তবু প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে গেল লিভারপুল। যদিও সালাহদের প্রয়োজন ছিল ৩ পয়েন্ট। তাহলেই চ্যাম্পিয়ন ফ্ল্যাগ তুলে দিতে পারত। তারজন্য আগামী রবিবার পর্যন্ত অপেক্ষা না করে উপায় ছিল না। সেইদিন ছিল টটেনহ্যামের সঙ্গে খেলা। সেই ম্যাচে লিভারপুল জিতলে চ্যাম্পিয়ন হয়ে যেত। তবে তার আগেও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল সালাহদের সামনে। কীভাবে? সেক্ষেত্রে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালকে পয়েন্ট নষ্ট করতে হত। বিশেষ করে হেরে গেলে আর বলার কিছু ছিল না। বুধবার ছিল আর্সেনাল-ক্রিস্টাল প্যালেস ম্যাচ। যা ভাবা যায়নি তাই হল। ক্রিস্টাল প্যালেসের কাছে দুপয়েন্ট খুইয়ে বসল আর্সেনাল। দু-দলের খেলার ফল গিয়ে দঁাড়াল ২-২। আর্সেনালের পক্ষে গোল দুটি করেন যথাক্রমে ইয়াকুব কিভিওর, লিয়ান্দ্রো তোসার। এবারেচি এজা ও জঁা ফিলিপ মাতেতা গোল দুটি করেন ক্রিস্টাল প্যালেসের হয়ে। এখন যা পরিস্থিতি তাতেই লিভারপুলের সমর্থকরা একপ্রকার নিশ্চিত তাদের হাতে লিগ এসে গিয়েছে। আর্সেনালের পয়েন্ট ৩৪ ম্যাচ খেলে ৬৭। লিভারপুলের সেখানে ৩৩ ম্যাচ খেলে ৭৯ পয়েন্ট। এই জায়গায় দঁাড়িয়ে লিগ নিশ্চিত হয়ে গিয়েছে লিভারপুলের তা বলা যাচ্ছে না। যেহেতু লিগের বাকি সব ম্যাচ যদি লিভারপুল হেরে যায় আর আর্সেনাল সব ম্যাচ জিতে যায় তাহলে দু-দলের পয়েন্ট হয়ে যাবে সমান। সেক্ষেত্রে দু-দলের মধ্যে গোলের পার্থক্য ধরা হয়। সেখানেও আর্সেনালের চেয়ে ১০ গোলে এগিয়ে লিভারপুল। এত সমীকরণ মেনে লিভারপুলকে হঠিয়ে প্রিমিয়ার লিগ ঘরে তুলবে আর্সেনাল, এই ভাবনাটা একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে। তাই বৃহস্পতিবার থেকে জয়ের উতসবে মেতে উঠতে পারে লিভারপুলের সমর্থকরা।

ঋষভকে শেহবাগ, পুরনো ভিডিও দেখার পাশাপাশি কথা বল ধোনির সঙ্গেও
ঋষভ পন্থের কি হল! কোনও কিছু ঠিকভাবে করতে পারছেন না। দলের সাফল্য নেই। তাঁর ব্যাটে রানও নেই। কেন এমন হচ্ছে!