ভারত-পাকিস্তানের মধ্যে পাহেলগামে সন্ত্রাসবাদীদের হামলাকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই শুরু হয়ে গিয়েছে। ব্যতিক্রম নেই দু-দেশের ক্রিকেটাররাও। একে অপরকে ছেড়ে কথা বলছেন না। সম্প্রতি পাহেলগামের উপর ঘটনাকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করেছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তার প্রতিবাদে কঠিন জবাব দিয়েছেন শিখর ধাওয়ান। যঁাকে সাদা বলের ক্রিকেটে ভারতের অন্যতম সেরা ক্রিকেটার বলা হয়। সেই শিখর ধাওয়ান জানিয়েছেন, শাহিদ আফ্রিদির উচিত এখন দেশের উন্নয়নমূলক কাজের দিকে মন দেওয়া। ভারত কী করছে সেদিকে না তাকালেও চলবে। সম্প্রতি পাহেলগামে সন্ত্রাসবাদীদের হামলার জন্য ভারতের সেনা বাহিনিকে দোষারোপ করে বক্তব্য রেখেছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। আফ্রিদির বক্তব্যের পরিপ্রেক্ষিতে কার্গিল যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে শিখর ধাওয়ান এক্স অ্যাকাউন্টে নিজস্ব মতামত তুলে ধরে বলেছেন, “আপনার অকারণে মন্তব্য করার কোনও প্রয়োজন ছিল না। বরং নিজেদের দেশের উন্নয়ন কীভাবে করা সম্ভব সেদিকে নজর দিন। বিশ্বাস করুন, আমরা ভারতীয় সেনাবাহিনীর জন্য গর্ব অনুভব করি।”
গত ২২ এপ্রিল ছিল ভারতীয়দের কাছে একটা কালো দিন। সেইদিন জম্মু-কাশ্মীরের পার্বত্য রাজ্য পাহেলগামে দেখা গিয়েছিল একদল সন্ত্রাসবাদী নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল ২৬জন নীরহ ভারতবাসীকে। নিহত ২৬জন হলেও আহতের সংখ্যাও ছিল প্রচুর। তারপর থেকে ভারত এক এক করে পাকিস্তানের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছেদ ঘটাবার দিকে এগোতে থাকে। পরবর্তীকালে তাই দেখা যায়, সিন্ধু জল চুক্তি আপাতত স্থগিত রাখা হচ্ছে। তাছাড়া ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের দেশ ছেড়ে অবিলম্বে চলে যেতে বলা হয়েছে। আটারি-ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে। সেই সঙ্গে ভারতে চলা পাকিস্তানের বেশ কয়েকটা ইউটিউব অ্যাকাউন্ট নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। সেই ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে ছিল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার ও বাসিত আলির। সব মিলিয়ে ভারত-পাকিস্তান সম্পর্কে ধরেছে বিশাল ফাটল। সেই জায়গায় দঁাড়িয়ে শাহিদ আফ্রিদি যদি উল্টোপাল্টা বলেন তাহলে ভারতীয়রা তা মানবেন কেন।

ঋষভকে শেহবাগ, পুরনো ভিডিও দেখার পাশাপাশি কথা বল ধোনির সঙ্গেও
ঋষভ পন্থের কি হল! কোনও কিছু ঠিকভাবে করতে পারছেন না। দলের সাফল্য নেই। তাঁর ব্যাটে রানও নেই। কেন এমন হচ্ছে!