রীতিমত অবাক। বিস্মিত বীরেন্দ্র সেওয়াগ। পঞ্জাব কিংসের বিরুদ্ধে যেভাবে ব্যাট করেছেন আরসিবি ব্যাটাররা, তাতে তাদের রীতিমত তুলোধোনা করলেন বীরেন্দ্র সেওয়াগ। এ কথা বলতে বীরুর কোনও দ্বিধা নেই যে, আরসিবি ব্যাটারদের সাধারণ জ্ঞান প্রয়োগ করা উচিত। শুক্রবার পঞ্জাবের বিরুদ্ধে ১৪ ওভারের ম্যাচে ১০০-রও কম রানে থেমে যায় আরসিবি। এতেই বেশ অসন্তিষ্ট সেওয়াগ।
বীরু বলেন, “খুব খারাপ ব্যাট করেছে আরসিবি। সবাই বেহিসেবি শট খেলে আউট হয়েছে। একজন ব্যাটসম্যানও ভাল বলে আউট হয়নি। অন্তত একজন ব্যাটসম্যানের সাধারণ জ্ঞান প্রয়োগ করা উচিত ছিল। যদি হাতে উইকেট থাকত তাহলে ১৪ ওভারে তারা ১১০-১২০ রানে সহজেই পৌছে যেত, তাহলে অন্তত লড়াইটা দিতে পারত।“
পঞ্জাবের বেশিরভাগ বোলারই দুটি করে উইকেট পেয়েছন, কিন্তু আরসিবি ব্যাটাররা উইকেট ছুঁড়ে দিয়েছেন বলে মনে করেন সেওয়াগ। তিনি স্পষ্টই বলেন, উইকেট পাওয়া আর উইকেট আদায় করে নেওয়ার মধ্যে তফাৎ আছে।
ঘরের মাঠে পরপর হারছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেওয়াগ জানান, সমাধানের রাস্তা বার করতে হবে অধিনায়ক রজত পাতিদারকে। তিনি বলেন, “পাতিদারকে ভাবতে হবে। বোলাররা তো ভাল বল করছে, কিন্তু ব্যাসম্যানরা কেন এভাবে ব্যর্থ হবে? সমাধান খুঁজে বার করবে কে?”
শুক্রবার আরসিবিকে হারিয়ে টেবিলের দু নম্বরে উঠে এসেছ পঞ্জাব কিংস। আরসিবি রয়েছে চার নম্বরে। এবার ভাল শুরু করেও মূলত ব্যাটসম্যানদের ব্যর্থতাতেই কিছুটা পিছিয়ে পড়েছেন বিরাট কোহলিরা। যদি এখনই সমাধান খুঁজে না বার করা যায় তাহলে আরও বড় সমস্যায় পড়বে আরসিবি, সতর্কবার্তা বীরুর।