মেসির ভারত সফর সূচি, ব্রডকাস্ট পার্টনার পিআর সলিউশন

ডিসেম্বরে বড়দিনের উৎসবের আগেই শহর কলকাতা ভাসতে চলেছে ফুটবলের উৎসবে। কারণ লিওনেল মেসি(Lionel Messi) আসছেন শহরে। এখন থেকেই যেন এলএম টেনের(LM 10) শহরে আসা নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। প্রায় ১৪ বছর পর ফের একবার শহরে পা রাখছেন মেসি। প্রখ্যাত ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের(Shatadru Dutta) হাত ধরেই ফের একবার মেসি আসছেন কলকাতায়। তাঁকে ঘিরে শহর জুড়ে রয়েছে একাধিক পরিকল্পনা। রয়েছে বহু চমক। যুবভারতীতে যেমন নামবেন মেসি(Lionel Messi)। তেমনই কিশোর ফুটবলারদের সঙ্গে সময় কাটাবেন তিনি। আর সবটাই সম্ভব হচ্ছে শতদ্রু দত্তের চেষ্টায়। ভারতের তিন শহরে ঘুরবেন মেসি। কলকাতায় তাঁর সঙ্গে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে(Sourav Ganguly)। মুম্বইতে সচিন এবং দিল্লিতে মেসির পাশে দেখা যেতে পারে বিরাট কোহলিকেও। তাঁকে ঘিরে নানান পরিকল্পনা জানালেন শতদ্রু দত্ত(Shatadru Dutta)। লিওনেল মেসি(Lionel Messi) শহরে আসছেন। মাঠে তো অনেকেই যাবেন, কিন্তু মেসিকে দেখার জন্য স্কৃণেও তো চোখ রাখবেন অনেকে। আর সেই দায়িত্বেই এবার পিআর সলিউশন(PR Solution)। লিওনেল মেসির ভারত ভ্রমনের ব্রডকাস্টিংয়ের অফিসিয়াল পার্টনার এবার পিআর সলিউশন(PR Solution)। সেই কথাও শনিবার ঘোষণা করলেন শতদ্রু দত্ত। লিওনেল মেসিকে(Lionel Messi) তো আনছেনই। কিন্তু এখানেই থেমে থাকছেন না শতদ্রু। মেসির পর শহরবাসীকে এবার আরেকটা উপহার দিতে চলেছেন তিনি। সবকিছু ঠিকঠাক চললে তাঁর হাত ধরেই এবার আসতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর সেটা হলে প্রথমবার ভারতে আসবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(Cristiano Ronaldo)। একইসঙ্গে শতদ্রু দত্ত জানালেন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনাও। এরপরই ছোটদের ফুটবলে মনোযোগ দিতে চান তিনি। ছোট ফুটবলারদের খুঁদে বের করে তাদের বিদেশে পাঠিয়ে প্রস্তুতির ব্যবস্থা করতে চান শতদ্রু দত্ত। সরাসরি না বললেও, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কাজটাই যে তিনি শুরু করতে চান তা বলার অপেক্ষা রাখে না।
দুরন্ত জাদেজা, বিরাট জয় ভারতের

ম্যাচের ভবিষ্যতটা শুক্রবারই ঠিক হয়ে গিয়েছিল। শনিবার কয়েক ঘন্টার মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় তুলে নিল টিম ইন্ডিয়া(India Team)। ওয়েস্ট ইন্ডিজের(West Indies) বিরুদ্ধে ১৪০ রানে জয় তুলে নিল ভারত। ব্যাটের পর বল হাতেও দুরন্ত ফর্মে রবীন্দ্র জাদেজা(Ravindra Jadeja)। একাই তুলে নিয়েছেন ৪ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটরদের এদিন মাথা তুলে দাঁড়ানোর কোনওরকম সুযোগই দেননি ভারতীয় দলের বোলাররা। গত শুক্রবারই ধ্রুব জুরেল(Dhruv Jurel) এূবং রবীন্দ্র জাদেজার(Ravindra Jdeja) ব্যাটে এসেছিল জোড়া সেঞ্চুরি। সেই সময়ই ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে রানের পাহাড়ে পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। তৃতীয় দিন অবশ্য আর ব্যাট হাতে মাঠে নামেনি টিম ইন্ডিয়া। ইনিংস ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল(Shubman Gill)। সেই সময়ই ভারতের লি়ডের সংখ্যাটাও ছিল বিরাট। ২৮৬ রানের লিড নিয়েই মাঠে মেমেছিল ভারতীয় দল। আর সেখানে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন ভারতীয় দলের বোলাররা। শুরু থেকেই মাঠে ছিল স্পিনের জাদু। তবে শুরুটা হয়েছিল মহম্মদ সিরাজের(Mohammed Siraj) হাত ধরেই। ওপেনিং জুটিই ভাঙেন তিনি। সেই জায়গা থেকেই শুরু হয়েছিল ভারতের ভয়ঙ্কর আক্রমণ। মহম্মদ সিরাজ একাই তুলে নেন তিন উইকেট। সেইসঙ্গে ক্যাম্পবেল, কিং এবং শাই হোপদের মতো তারকা ক্রিকেটারদের সাজঘরের রাস্তাটা দেখিয়ে দিয়েছিলেন এই রবীন্দ্র জাদেজা। কার্যত মধ্যাহ্নভোজের পরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়টা তুলে নিয়েছে ভারত।
রোহিতের বদলে ওডিআই-তে অধিনায়ক শুভমন গিল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে নামতে চলেছে ভারতীয় দল(India Team)। সেই সিরিজেই এবার অভিষেক হতে চলেছে ভারতীয় ওডিআইয়ের নতুন অধিনায়ক শুভমন গিলের। শনিবারই সেই ঘোষণাটা করে দিলেন বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগরকর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ভারতীয় ওডিআই দলের নতুন অধিনায়ক হতে চলেছেন শুভমন গিল(Shubman Gill)। কথাবার্তাটা কয়েকদিন আগেই হয়ে গিয়েছিল। অপেক্ষাটা ছিল শুধু ঘোষণা হওয়ার। শনিবার অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণার সময়ই ভারতীয় ও়ডিআই দলের নতুন অধিনায়ক হিসাবে শুভমন গিলের(Shubman Gill) নাম ঘোষণা করে দিলেন অজিত আগরকর। কয়েকদিন আগেই রোহিত শর্মার(Rohit Sharma) সঙ্গে নেতৃত্বের বদল নিয়ে কথাবার্তা গহয়ে গিয়েছিল। রোহিতের দায়িত্ব ছাড়ার কথা জানার পরই গিলের নাম ঘোষণা বোর্ডের। তবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি(Virat Kohli) অবশ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলবেন। বেশ কয়েকদিন ধরেই গুঞ্জনটা চলছিল। শোনা যাচ্ছিল ভারতীয় দলের অধিনায়ক হিসাবে নাকি এবার রোহিত শর্মা(Rohit Sharma) দায়িত্ব ছাড়তে চলেছেন। সেটাই হল শেষপর্যন্ত। রোহিত শর্মার সঙ্গে কথাবার্তা হয়ে গিয়েছিল। আগামী ২০২৭ সালে রয়েছে ওডিআই বিশ্বকাপ(Odi World Cup)। সেই কথা মাথায় রেখেই এবার নতুন অধিনায়কের খোঁজ চলছিল। কারণ রোহিত শর্মার বয়সও অনেকটাই হয়ে যাচ্ছিল। এমন পরিস্থিতিতেই শেষপর্যন্ত বোর্ডের নতুন অধিনায়ক বেছে নেওয়ার সিদ্ধান্ত। টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেয়েই সফল হয়েছেন শুভমন গিল(Shubman Gill)। এরপর থেকেই রোহিতের ওডিআই ভবিষ্যৎ নিয়ে একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে রোহিত শর্মা এবং বিরাট কোহলি(Virat Kohli) থাকলেন ঠিকই, কিন্তু অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিলেন তিনি। সেই জায়গাতেই এবার ভারতীয় ওডিআই দলের নতুন অধিনায়ক শুভমন গিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেই অধিনবায়ক হিসাবে অভিষেক হবে এই তারকা ক্রিকেটারের। অজিত আগরকর(Ajit Agarkar) জানিয়েছেন, “রোহিত শর্মার সঙ্গে নেতৃত্বের বদল নিয়ে আমরা আলোচনা করেছি। এই মুহূর্তে আমাদের সামনে বেশি ওডিআই ম্যাচ নেই। সেই কারণেই নতুন কাউকে বেশি সুযোগ দিতে চাইছিলাম, যাতে তিনি প্রস্তুত হতে পারেন”। শুভমন গিলকে নতুন দায়িত্ব দিয়ে বেশ আশার সুরই শোনা্ গেল অজিত আগরকরেরর মুখেও। সেই প্রসঙ্গ্ আগরকর জানিয়েছেন, “সব ফর্ম্যাটেই তিনি অধিনায়ক হবেন কিনা তা নিয়ে এখম পর্যন্ত নিশ্চিত কিচু ঠিক হয়নি। তবে ইংল্যান্ডে কঠিন পরিস্থিতিতে তিনি কেমন খেলেছেন তা আমরকা সকলেই দেখেছি। তিনি ওডিআই ফর্ম্যা্টে সহ অধিনায়কও ছিলেন। সেই কারণে ওডিআইতে তাঁকে আরও বেশি সময় দেওয়া প্রয়োজন ছিল। এই জন্যই এমন সিদ্ধান্ত”।