টিম বাসে এলে তবেই নিরাপত্তা, মোহনবাগানকে বার্তা

শনিবার যুবভারতীতে শিল্ড ফাইনালে(IFA Shield) ডার্বি(Derby)। তার আগেই নিরাপত্তা নিয়ে সাফ কথা বিধাননগর পুলিশের(Bidhannagar Police)। ব্যক্তিগত গাড়িতে নয়, টিম বাসে এলে তবেই নিরাপত্তা দেবে পুলিশ। কোনওরকম ব্যক্তগত গাড়িতে আসতে পারবেন না ফুটবলাররা। কিশোরভারতীর ঘটনার পর এটা যে মোহনবাগানের(Mohunbagan) উদ্দেশ্যেই বার্তা তা বেশ স্পষ্ট। বৃহস্পতিবার বিধাননগর পুলিশের(Bidhannagar) সঙ্গে দীর্ঘ বৈঠক হয় আইএফএ(IFA) কর্তাদের। সেখানেই নিরাপত্তার বিষয়ে দলকে টিম বাসেই আসার কথা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে। তেমনটা না হলে তাদের পক্ষে যে নিরাপত্তা দেওয়া সম্ভব হবেনা তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবারের শিল্ডে(ifa shield) বাসে নয় আলাদা গাড়িতেই আসছে মোহনবাগানের ফুটবলাররা। পুলিশকে কিশোরভারতীর ঝামেলার কথা আইএফএ(IFA) সচিব অনির্বাণ দত্ত(Anirban Dutta) জানিয়েওছে। সেখানে তারা যে বাস দিতে চেয়েছিল এবং মোহনবাগান(Mohunbagan) নিতে চায়নি সেই কথাও আইএফএ স্পষ্ট করে দিয়েছে। আর তারপরই পুলিশের এমন সিদ্ধান্ত। নিরাপত্তা নিয়ে মোহনবাগান প্রশ্ন তুললেও, এবার পুলিশের নির্দেশ যে তাদের মানতেই হবে তা বলার অপেক্ষা রাখে না। কার্।যত ঝামেলা এড়াতেই এমন বার্তা। কিশোরভারতী স্টেডিয়ামে মোহনবাগান(Mohunbagan) বনাম ইউনাইটেড স্পোর্টস ম্যাচ শেষে হঠাত্ই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। বিশেষ করে মোহনবাগান ফুটবলার দিমিত্রি পেত্রাতস বেড়নোর সময় তাঁর গাড়ি ঘিরে ধরেন মোহনবাগান সমর্থকরা(Mohunbagan Supporters)। পরিস্থিতি এমন দিকে গড়ায় যে শেষপর্যন্ত পুলিশকে লাঠি চার্জ করতে হয়েছিল। এমন পরিস্থিতির পরই মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে আইএফএ-কে(IFA) চিঠি দিয়ে পরিস্থিতি এবং নিরাপত্তা বিষয়ক কথা জানানো হয়। পর্যাপ্ত নিয়াপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। যদিও আইএফএ-ও স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের কথা। এই সময়ই প্রশ্ন ওঠে যে মোহনবাগান কেন গাড়িতে, টিম বাসে আসেনি মাঠে। তখনই জানা যায় যে আইএফএ-র(IFA) তরফে থেকে বাসের কথা বলা হলেও মোহনবাগান(Mohunbagan) নাকি সেই বাস নিতে চায়নি। তারা নিজেরাই গাড়িতে আসার সিদ্ধান্ত নিয়েছিল। আইএফএ-কে চিঠি দেওয়া হলেও, আইএএফএ সচিব অনির্বাণ দত্তের(Anirban Dutta) স্পষ্ট বার্তা তরা বাস দিতে চেয়েছিল কিন্তু মোহনবাগান তা নেয়নি। তবে ডার্বির দিন আর তেমনটা হয়ত করতে পারবে না মোহনাবাগান সুপারজায়ান্ট। কারণ এবার পুলিশও সাফ জানিয়ে দিয়েছে বাসে এলে তবেই মিলবে নিরাপত্তা। এই প্রসঙ্গে আইএফএ সচিব অনির্বাণ দত্ত(Anirban Dutta) জানিয়েছেন, “আমরা বাসের কথা বলেছিলাম, মোহনবাগানই বলেছে গাড়ি করে আসবে। সেদিন একটা যেহেতু ঝামেলা হয়েছিল, সেই কারণে ওরা ওদের কনসার্নটা আমাদের জানিয়েছিল সেই মতো ব্যবস্থা নিচ্ছি। আমরা বৃহস্পতিবার বিধানগর পুলিশের সঙ্গে বৈঠক করেছি। ওরা আমাদের বলে দিয়েছে যাতে টিম বাসে। নইলে আমরা কোনওরকম দায়িত্ব নেব না। আর বাকিটা ওরা পরিকল্পনা করছে। আমরা ওদের জানিয়ে দিয়েছি সম্প্রতি এমন একটা ঘটনা ঘটেছে, সেই মতোই পরিকল্পনা করে আমাদের এগোতে হবে। যাতে কোনওরকম কোনও ঝামেলা না হয়”। প্রতিদিনই মোহনবাগানের(Mohunbagan) বিরুদ্ধে চলছে স্লোগান। ম্যাচ বয়কটের ডাক দিয়ে প্রতিবাদে সরব হয়েছে মোহনবাগান সমর্থকরা। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।
প্রস্ততি শুরুর মাঝেই বিরাটের অদ্ভূত পোস্ট, অবসর ঘিরে জল্পনা তুঙ্গে

অস্ট্রেলিয়ায় পৌঁছেই প্রস্তুতিতে নেমে পড়েছে ভারতীয় দল(India Team)। যখন সকলে বিরাট(Virat Kohli), রোহিতদের(Rohit Sharma) বয়সের কারণে ফিটনেস নিয়ে নানান কথা বলছেন, সেই সময়ই মাঠে হর্ষিত রানা(Harshit Rana), অর্শদীপ সিংদের(Arshdeep Singh) দৌঁড়ে হারাচ্ছেন তিনি। আবার সেই অস্ট্রেলিয়া(Australia) থেকেই বিরাটের পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। তবে কী এই অস্ট্রেলিয়া সফরই বিরাট কোহলির ওডিআই ফর্ম্যাটেও শেষ সিরিজ হতে চলেছে। না তিনি স্পষ্ট করে কিছু বলেননি, কিন্তু বিরাট কোহলির(Virat Kohli) সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। টেস্ট, টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এখন শুধুমাত্র ওডিআই ফর্ম্যাটে খেলছেন বিরাট কোহলি(Virat Kohli)। দীর্ঘদিন বিশ্রাম কাটিয়ে অস্ট্রেলিয়া সফর দিয়েই ফের একবার দেশের জার্সিতে মাঠে নামতে চলেছেন তিনি। যদিও অস্ট্রেলিয়া পৌঁছে প্রস্তুতিতে স্বমেজাজেই রয়েছেন ভারতীয় দলের কিংবদন্তী ক্রিকেটার। কিন্তু এরইমাঝে আবার শুরু হয়েছে তাঁর অবসর ঘিরেও জল্পনা। Virat Kohli sprint with Harshit Rana and Arsh Paaji. pic.twitter.com/fWeCXCbClw — Virat Kohli Fan Club (@Trend_VKohli) October 16, 2025 হবে নাই বা কেন, অস্ট্রেলিয়ার(Australia) মাটিতে পৌঁছেই তো এক অবাক করা টুইট করেছেন তিনি। আর তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে নানান। তবে কী এই অস্ট্রেলিয়া সফরে ভালো পারফরম্যান্স না করতে পারলেই অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলবেন বিরাট কোহলি(Virat Kohli)! অন্তত বিরাট কোহলির টুইট দেখে তো তেমনটাই মনে হচ্ছে। বিরাট কোহলি টুইট করে লিখেছেন, “তুমি যখন সবকিছু ছেড়ে দেওয়ার কথা ভাবছ, সেই সময়েই তুমি প্রকৃতভাবে ব্যর্থ হবে”। The only time you truly fail, is when you decide to give up. — Virat Kohli (@imVkohli) October 16, 2025 বিরাট কোহলি কেন বললেন এমন কথা। না সেই উত্তর কারোর কাছে নেই। সম্প্রতি বিরাট কোহলিদের ওডিআই ভবিষ্যৎ নিয়েও নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে কোচ গৌতম গম্ভীর হওয়ার পর থেকে। যদিও শুভমন গিল বলেছেন যে বিশ্বকাপের পরিকল্পনায় ভীষণভাবে নাকি রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। যদিও বিশষজ্ঞমহল তেমনটা মনে করছে না। অনেকেই মনে করছেন এই অস্ট্রেলিয়া সফর বিরাটদের কছে একটা বড় পরীক্ষা। এই জল্পনার মাঝেই বিরাট কোহলির এমন বার্তা জল্পনা আরও বাড়াবে সেটাই তো স্বাভাবিক।
নাম তুলে নিল রিয়্যাল কাশ্মীর, মোহনবাগান-ইস্টবেঙ্গলের গ্রুপে ডেম্পো

ভারতীয় ফুটবলের খারাপ সময় যেন কেটেও কাটতে চাইছে না। সুপার কাপ শুরু হওয়ার আগে ফের ধাক্কা ফেডারেশনের(AIFF)। আর মাত্র কয়েকটা দিন রয়েছে। তার আগেই সুপার কাপ থেকে নাম তুলে নিল রিয়্যাল কাশ্মীর(Real Kashmir)। ফেডারেশনের বিরুদ্ধে ক্ষোভের কারণেই নাকি এমন সিদ্ধান্ত। এখনও পর্যন্ত আইলিগ(I league) নিয়ে কোনওরকম নিশ্চয়তা নেই। তার মাঝে সুপার কাপ(Super Cup)। খানিকটা অর্থনৈতিক কারণের জন্যই শেষপর্যন্ত নাম তুলে নিতে বাধ্য হল রিয়্যাল কাশ্মীর(Real Kashmir)। তাদের সরে যাওয়াটা যে ফেডারেশনের অস্বস্তি আরও খানিকটা বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না। যদিও নতুন দল বেছে নিতে খুব একটা বেশি সময় নেয়নি ফেডারেশন। ইস্টবেঙ্গল(Eastbengal), মোহনবাগানের(Mohunbagan) সঙ্গে খেলবে ডেম্পো এসসি। আইএসএল(Indian Super League) নিয়ে ডামাডোলের মাঝেই, আইলিগ(I league) কবে হবে তাও এখন বিশ বাও জলে। এরই মাঝে অবশ্য এই অক্টোবরের মাঝামাঝি থেকেই সুপার কাপের কথা ঘোষণা করে দিয়েছিল ফেডারেশন(AIFF)। এবার গোয়াতেই হবে সুপার কাপ(Super Cup)। সেখানে মোহনবাগান সুপারজায়ান্ট(Mohunbagan), ইস্টবেঙ্গল(Eastbengal) এবং চেন্নাইয়িন এফসির(Chennaiyin Fc) সঙ্গে এক গ্রুপে ছিল রিয়্যাল কাশ্মীর(Real Kashmir)। কিন্তু শেষ মুহূর্তে হঠাৎই সুপার কাপ থেকে নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত রিয়্যাল কাশ্মীরের। ফেডারেশনও সরকারীভাবে এই ঘোষণা করে দিয়েছে। সোশ্যাল সাইটে ফেডারেশনের(AIFF) তরফে জানানো হয়েছে, “রিয়্যাল কাশ্মীর এবারের সুপার কাপ থেকে নাম তুলে নিয়েছে। তাদের বিদেশি ফুটবলারদের ভিসা সমস্যার কারণে। তাদের জায়গায় খেলবে ডেম্পো”। 🚨 #AIFFSuperCup Update Real Kashmir FC have withdrawn from AIFF Super Cup 2025-26, as VISAS for their foreign players could not be secured. They will be replaced by Dempo SC.#IndianFootball — Indian Football (@IndianFootball) October 16, 2025 ফেডারেশন জানিয়ে দিলেও, রিয়্যাল কাশ্মীরের(Real Kashmir) নাম তুলে নেওয়ার পিছনে অবশ্য অন্য কথাই শোনা যাচ্ছে। শোনাযাচ্ছে এখনও পর্যন্ত আইলিগ(I League) কবে শুরু হবে তা নিয়ে কোনওরকম নিশ্চয়তা নেই। তার মাঝে সুপার কাপ হলে, দলের ফুটবলারদের নিয়ে আসতে হবে। বিশেষ করে বিদেশিদের। এরফলে একটা বড়সড় খরচ করতে হবে তাদের। রিয়্যাল কাশ্মীরের(Real Kashmir) মতে এই মুহূর্তে সেই টাকা খরচ করার জায়গায় নাকি নেই রিয়্যাল কাশ্মীরের। বিশেষ করে তিন তেকে চারটে ম্যাচ খেলার জন্য এত খরচ বহন নাকি করতে পারবে না তারা। শুধুমাত্র তাই নয়, ফুটবলারদের লজিস্টিকেরও একটা খরচ রয়েছে। একে আইলিগের কোনও নিশ্চয়তা নেই। সেই সময় এমন খরচ বহন করা তাদের পক্ষে একেবারেই সম্ভব নয় বলেই শোনা যাচ্ছে। ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে এর আগেও বারবার সরব হয়েছে রিয়্যাল কাশ্মীর। এবার সুপার কাপ থেকেও নাম তুলে নিয়েছে তারা। প্রশ্ন উঠছিল রিয়্যাল কাশ্মীর না খেললে তবে কী গ্রুপে তিনটি দলই থাকবে। তবে ইতিমধ্যেই ফেডারেশন নতুন দলের নাম ঘোষণা করে দিয়েছে। রিয়্যাল কাশ্মীরের পরিবর্তে মোহনবাগান, ইস্টবেঙ্গলের গ্রুপে এল ডেম্পো এসসি।
সুনীলের প্রত্যাবর্তন ভুল সিদ্ধান্ত, সাফ বার্তা বাইচুংয়ের

এশিয়ান কাপে(Asian Cup) ভারতীয় দলের খেলার আশা প্রায় শেষ। এই মুহূর্তে চলছে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া। খারাপ পারফর্ম্যান্সের জন্য সুনীল ছেত্রীর(Sunil Chetri) বিরুদ্ধেও শুরু হয়েছে সমালোচনা। এবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় তারকা ফুটবলার বাইচুং ভূটিয়া(Bhaichung Bhutia)। সুনীল ছেত্রীর(Sunil Chetri) অবসর ভেঙে ফিরে আসাটা ভুল সিদ্ধান্ত বলেই মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেই নিয়েই এখন চর্চা তুঙ্গে। একইসঙ্গে গুরপ্রীত সিং সান্ধুকেও(Gurpreet Singh Sandhu) ভারতীয় দল থেকে অবসরের বার্তা দিচ্ছেন বাইচুং ভূটিয়া(Baichung Bhutia)। শেষম্যাচে সিঙ্গাপুরের কাছে ঘরের মাঠে বিশ্রীভাবে হেরেছে ভারতীয় দল। আর তাতেই ভারতের এবারের মতো কার্যত এশিয়ান কাপে(Asian Cup) খেলার আশাও শেষ। সুনীল ছেত্রী(Sunil Chetri) ফিরলেও দেশের জার্সিতে তাঁর পুরনো ফর্মে ফিরতে পারেননি ছেত্রী। চলতি বছরের মার্চ মাসে শেষবার গোল পেয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ফুটবলার সুনীল ছেত্রী(Sunil Chetri)। এরপর থেকে তাঁর ঝুলি ফাঁকা। এমন পরিস্থিতিতে বাইচুং ভূটিয়ার পরামর্শ ভারতীয় দল থেকে তাঁর সরে যাওয়ারই। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বাইচুং ভূটিয়া(Bhaichung Bhutia) জানিয়েছেন, “সুনীল ছেত্রীর এবার ভাবা উচিৎ। তাঁর কেরিয়ার সত্যিই অসাধারণ ছিল। সেইসঙ্গে তাঁর পারফরম্যান্সও ভালো ছিল। কিন্তু অবসর ভেঙে ফের ফিরে আসাটাই আমার মতে সুনীলের সবচেয়ে বড় ভুল হয়েছে। এই কথাটা আমি আগেও একবার বলেছিলাম। আমার মতে এবার সুনীল, গুরপ্রীতদের মতো সিনিয়র ফুটবলারদের সরে যাওয়াটাই উচিৎ। ভারতীয় ফুটবলকে তারা যথেষ্ট সেবা করেছেন। এবার পরবর্তী প্রজন্মকে সুযোগ দেওয়া উচিৎ”। মানোলো মার্কুয়েজ ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পরই সুনীল ছেত্রীকে অবসর ভেঙে ফেরানোর কাজটা শুরু করেছিলেন। ফেডারেশনের সঙ্গে কথাবার্তা বলার পরই ফের সুনীল ছেত্রীকে অবসর ভাঙিয়ে ফিরিয়ে আনে ভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু এই প্রত্যবর্তনটা একেবারেই মধুর হয়নি। সময় যত এগিয়েছে সুনীল ছেত্রীকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তাঁর পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একইসঙ্গে গুরপ্রীত সিং সান্ধুকে নিয়েও উঠছে নানান প্রশ্ন। সম্প্রতি একেবারেই ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না তিনি। বরং বারবারই তাঁর ভুলের খেসারত দিতে দেখা গিয়েছে মেন ইন ব্লুজ ব্রিগেডকে। এবার সেই দুই তারকার জন্যই প্রাক্তন ভারতীয় অধিনায়কের বিশেষ বার্তা। তাদের সময় এখন শেষ হয়েছে। এবার তাদের নিজেদের জায়গা ছেড়ে দেওয়া উচিৎ বলেই মনে করছেন বাইচুং ভূটিয়া।
অস্ট্রেলিয়া পৌঁছতে বিরাট, গিলদের সময় বিভ্রাট

দীর্ঘ অপেক্ষার পর বৃহস্পতিবার ভারতীয় সময় একেবারে ভোরে অস্ট্রেলিয়া(Australia) পৌঁছল টিম ইন্ডিয়া(India cricket Team)। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হল শুভমন গিল(Shubman Gill), বিরাট কোহলিদের(Virat Kohli)। দিল্লি বিমানবন্দর থেকে বিমান ছাড়তে দেরী করাতেই নাকি এতক্ষণ অপেক্ষা করতে হল ভারতীয় দলকে। বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর চারটের সময় পার্থে পৌছলেন রোহিত(Rohit Sharma), বিরাট(Virat Kohli), শ্রেয়সরা। আগামী ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে নামবে টিম ইন্ডিয়া। দীর্ঘদিন পর ফের বিরাটদের দেশের জার্সিতে দেখার অপেক্ষায় সকলে। অস্ট্রেলিয়ার তরফে জানা গিয়েছে দিল্লি থেকেই নাকি বিরাটদের(Virat Kohli) বিমান প্রায় চার ঘন্টা দেরীতে পৌঁছেছিল। আর সেটাই নাকি পার্থে পৌঁছতে দেরী হওয়ার প্রধান কারণ। আসল সমস্যাটা হয়েছিল সিঙ্গাপুরে বিমান রিশিডিউলিংয়ের জন্য। আর সেই কারণেই নাকি দিল্লি থেকে বিমান উড়তে প্রায় চার ঘন্টা দেরী হয়ে গিয়েছিল। বিরাট, রোহিত, গিল সহ গোটা দলই একেবারে নির্দিষ্ট সময়ে পৌঁছে গিয়েছিলেন বিমান বন্দরে। কিন্তু তাদেরকেও বিমানেই বসে থাকতে হল দীর্ঘক্ষণ সময়। টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর ভারতের হয়ে এখন শুধুমাত্র ওডিআই ফর্ম্যাটেই খেলতে দেখা যাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। তাদের পারফর্ম্যান্সের দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। বিশেষ করে আগামী ২০২৭ সালে রয়েছে ওডিআই বিশ্বকাপ। এই সিরিজটা যে বিরাট ও রোহিতের কাছেও বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার অন্যতম প্রধান মঞ্চ তা বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ দিয়ে ভারতীয় দলও যে ওডিআই বিশ্বকাপের প্রস্তুতিটা শুরু করে দিতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। তার আগে এই সময় বিভ্রাট-টা যে খানিকটা হলেও ভারতীয় ক্রিকেটারদের সমস্যা বাড়িয়েছে তা বেশ স্পষ্ট। অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। এবার শুধুই মাঠে নামার অপেক্ষায় সকলে।