‘সমর্থকদের ভুল বোঝানো হচ্ছে; ভিকুনার কাছে ব্যবহার শিখুক অস্কারঃ’ সন্দীপ নন্দী

সুদীপ পাকড়াশীঃ ভারতীয় ফুটবলে অস্কার ব্রুজোর প্রোফাইল, তার পাশাপাশি ভারতীয় ফুটবলে সন্দীপ নন্দীর প্রোফাইল-তুলনা হয়? ইস্টবেঙ্গল সমর্থকরা নিশ্চয়ই জানেন। ২০১২-য় স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার কোচ হয়ে আসার পর অস্কার ব্রুজোর সাফল্য ছিল ২০১৩-১৪-র গোয়া পেশাদার লিগ জেতা। তারপর থেকে যাযাবরের মত ওঁর শুধু দেশ, শহর আর ক্লাব বদল। এখনও পর্যন্ত এক ক্লাবে কোচ হয়ে তার স্থায়িত্ব একমাত্র বাংলাদেশের বসুন্ধরা কিংসে। ৬ বছর কোচিং করিয়ে ইস্টবেঙ্গলে এসেছেন তিনি। আর সন্দীপ নন্দী? তার ঝুলিতে রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল ছাড়াও মাহিন্দ্রা ইউনাইটেড, চার্চিল ব্রাদার্স, আইএসএলে কেরালা ব্লাস্টার্সে খেলার অভিজ্ঞতা। পালকে রয়েছে আই-লিগে সেরা গোলকিপারের সম্মান, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সেরা ফুটবলারের সম্মান, লাল-হলুদ জার্সিতে আশিয়ান কাপ টুর্নামেন্টে সেরা গোলকিপারের পুরষ্কার-ইস্টবেঙ্গল সমর্থকরা নিশ্চয়ই জানেন। সার্টিফিকেট ছাড়া তো এখন আবার কোচের কদর হয় না! সেখানেও আরও অনেকের সাথে গোলকিপারের সেরা ‘লেভেল-থ্রি’ ডিগ্রির সার্টিফিকেটও সন্দীপ নন্দী পকেটে নিয়েই ইস্টবেঙ্গলে এসেছিলেন। ততদিনে তার গোলকিপার কোচ হয়ে কাজ করা হয়ে গিয়েছে নর্থইস্ট ইউনাইটেড এফসি, গোকুলম কেরালা এফসিতে এবং অনূর্ধ্ব-২০ জাতীয় দলের গোলকিপিং কোচ হয়ে। ইস্টবেঙ্গল সমর্থকরা নিশ্চয়ই জানেন! কিন্তু সত্যিটা অন্যরকম ছিল। অস্কার ব্রুজো প্রথম থেকেই ইস্টবেঙ্গলের গোলকিপার কোচের পদে সন্দীপকে চাননি। গোয়ার এক বর্ষীয়ান গোলকিপার কোচ ছিলেন তাদের তালিকায়। তখনও ক্লাবের এই ছবিটা প্রকাশ্যে আসেনি যে, দিয়ামান্তাকোসকে কোচ ছেড়ে দিলেন আর তার পরের দিন ক্লাবের সর্বময় কর্তা সাংবাদিকদের বলছেন তিনি জানতেন না গ্রীক স্ট্রাইকারকে ছেড়ে দেওয়া হয়েছে! তাই সন্দীপ নন্দীকেই শেষপর্যন্ত কোম্পানিকে গোলকিপার কোচের পদে নিতে হয়েছিল ক্লাবের শীর্ষনেতৃত্বের চাপে। ইস্টবেঙ্গল সমর্থকরা নিশ্চয়ই এটাও জানেন! মঙ্গলবার সকালে গোয়া ফেরৎ সন্দীপ প্যারালাল স্পোর্টসকে বললেন, “কোচ যে চাইত না সেটা যোগ দেওয়ার পরই বুঝেছিলাম। গোলকিপারদের নিয়ে কোনওদিন আধ ঘন্টাও আলাদাভাবে ট্রেনিং করতে পারতাম না। এমনকী, ট্রেনিং-এর নির্ধারিত সময়ের আগে গোলকিপারদের নিয়ে প্র্যাক্টিসে নামতাম। তাও ওদের ডেকে নিয়ে মিটিংয়ে বসে যেত অস্কার।” লাল-হলুদের সমর্থকরা, যারা সোশ্যাল মিডিয়ায় এই প্রাক্তন জাতীয় গোলকিপারের নামে অপপ্রচার চালাচ্ছেন তারা নিশ্চয়ই দেখেছেন এই দৃশ্য! সন্দীপের আক্ষেপ, ইস্টবেঙ্গল সমর্থকদেরও ভুল বোঝানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তাকে ট্রোল করা হছে মিথ্যে অভিযোগ করে! বলা হচ্ছে, সন্দীপ নাকি আইএফএ শিল্ডের ফাইনালে হারের পর ড্রেসিংরুমে অস্কারকে অশ্রাব্য ভাষায় কথা বলেছেন! অস্কার নাকি তাকে ভদ্রভাবেই বলেছিলেন, সন্দীপের পরামর্শটা ভুল ছিল! সন্দীপ বলছেন, “সমর্থকরা ভুল বুঝছেন। সম্পূর্ণ মিথ্যে কথা। আপনি কোনও কোচকে শুনেছেন, ফুটবলারদের সামনে, টাই-ব্রেকারের আগে দলের দ্বিতীয় গোলকিপারকে চ্যালেঞ্জ করে বলা, পারবে তো ম্যাচটা জেতাতে? সেই ফুটবলারের মনের জোর তাতে বাড়বে না সে নার্ভাস হয়ে পড়বে?” আমাকে উনি সকলের সামনে হুমকির সুরে বলছেন, কার প্ররোচনায় আমি দেবজিৎকে নামানোর পরামর্শ দিয়েছি!” সন্দীপের সোজাসাপটা জবাব, “অস্কার ব্রুজোর ম্যান-ম্যানেজমেন্ট স্কিল শূন্য। আর কোচ হিসেবে ওর চেয়ে সঞ্জয় সেন একশো গুণ এগিয়ে।” অস্কারের দুর্ব্যবহারের আরও একটা বড় উদাহরণ দিলেন সন্দীপ। “বিনো জর্জ একদিন কলকাতা প্রিমিয়ার লিগের দল নিয়ে মাঠে ট্রেনিং করছিল। সেই বিনোকে প্রচন্ড অপমান করেছিল অস্কার। বলেছিল, কলকাতা লিগ একটা আমেচার লিগ। তার জন্য ট্রেনিং করে বিনো মাঠ খারাপ করে দিচ্ছে! কলকাতা লিপের দলটা ডেভেলপমেন্ট প্রোগ্রামের দল। এখান থেকেই সায়ন, বিষ্ণু, জেসিনের মত ছেলেরা কলকাতা লিগে ভাল খেলে প্রথম দলে সুযোগ পেয়েছে। সেই লিগকে অস্কার বলছে অ্যামেচার লিগ!” সন্দীপ বললেন। ইস্টবেঙ্গল সমর্থকরা নিশ্চয়ই জানেন না এই ঘটনার কথা! জাতীয় গোলরক্ষকের পরামর্শ, অস্কার যান ডায়মন্ড হারবার এফসি-র আর এক স্প্যানিশ কোচ কিবু ভিকুনার কাছে। “অস্কার শিখুক ভিকুনার কাছে, কীভাবে দলের প্রত্যকেকে সম্মান করতে হয়, কীভাবে ম্যাচের আগে ফুটবলারদের মোটিভেট করতে হয়। ভিকুনার কাছে ওর নেওয়া উচিৎ কোচিং আর ম্যান-ম্যানেজমেন্ট স্কিল শেখার পাঠ,” সন্দীপের বক্তব্য। যার বিরুদ্ধে সন্দীপের এত অভিযোগ সেই অস্কার ব্রুজোর প্রতিক্রিয়া জানার উপায় নেই। কারণ কোম্পানির নিযুক্ত মিডিয়া বিভাগ প্রায় নিরাপত্তারক্ষীদের মত ব্যবহার করেন কোনও ফুটবলার, এমনকী কোচের সঙ্গেও কথা বলতে চাইলে! তাদের অনুমতি ছাড়া দলের কারও কথা বলার উপায় নেই!
আফ্রিদিই নাকি ৩৫০ আফগান পরিবারের দেখভাল করেন! ক্ষুব্ধ রশিদদের বয়কটে

পাকিস্তানের বোমারু বিমানের আঘাতে তিন আফগান ক্রিকেটারের মৃত্যুতে আফগানিস্তানের আসন্ন ত্রিদেশীয় সিরিজ বয়কটের সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করলেন শাহিদ আফ্রিদি। স্থানীয় সংবাদমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে আফ্রিদি জানিয়েছেন, কীভাবে বছরের পর বছর ধরে আফগানিস্তানের মানুষদের সাহায্য করছে পাকিস্তান। বলেছেন, “আমি এটা আশা করিনি। গত ৫০-৬০ বছর ধরে আমরা আফগানিস্তানের মানুষদের সাহায্য করছি। আমিই করাচিতে ৩৫০ আফগান পরিবারের দেখভাল করি!” আফ্রিদির মতে, পাকিস্তান ও আফগানিস্তানের মানুষদের একসঙ্গে থাকা উচিত। কোনও ভাবেই ব্যবধান থাকা উচিত নয়। আফ্রিদি বলেন, “আমার বিশ্বাস, দু’দেশের মানুষদের মধ্যে একটা ভাল সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক থাকা উচিত। আমাদের মধ্যে বিভেদ থাকা উচিত নয়।” সেই কারণেই আফগানিস্তানের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না আফ্রিদি। তাঁর মতে, আফগানিস্তানের মানুষদের ভুল বোঝানো হচ্ছে। তিনি বলেন, “আপনাদের উচিত ছিল আমাদের সঙ্গে আলোচনা করা। তা না করে আপনারা এমন লোকদের সঙ্গে হাত মিলিয়েছেন যাঁরা পাকিস্তানে দীর্ঘ দিন ধরে সন্ত্রাস চালাচ্ছে। আমরা বরাবর আপনাদের আশ্রয় দিয়েছি। আপনারা আমাদের দেশে ব্যবসা করেছেন। তার পর আপনাদের এ সব করা উচিত নয়।” তবে ত্রিদেশীয় সিরিজ় থেকে আফগানিস্তান নাম তুলে নিলেও সূচি অনুযায়ী প্রতিযোগিতা হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। রশিদদের বদলে জ়িম্বাবোয়ে তৃতীয় দল হিসাবে খেলবে। বাকি দুই দল পাকিস্তান ও শ্রীলঙ্কা। ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত হবে সেই প্রতিযোগিতা। অন্যদিকে, জম্মু ও কাশ্মীর থেকে উঠে ভারতের হয়ে খেলা ক্রিকেটার পারভেজ় রসুল সোমবার অবসর নিলেন। বিজবেহেরায় জন্ম নেওয়া ৩৬ বছরের অলরাউন্ডার ১৭ বছর প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ৫৬৪৮ রান এবং ৩৫২টি উইকেট নেওয়ার পর ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের হয়ে মাত্র দু’টি ম্যাচ খেলেছেন রসুল। একটি এক দিনের ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ।