মোহনবাগান(Mohunbagan) সমর্থকদের আবেদনে সারা দিয়ে মোহনবাগান সুপারজায়ান্টের(MBSG) আইএফএ শিল্ড(IFA Shield) খেলার সিদ্ধান্ত জানানোর জন্য সময়সীমা বাড়াল আইএফএ। আগামী শনিবার দুপুর দুটো পর্যন্ত মোহনবাগানকে সময় দিল আইএফএ(IFA)। আইএফএ-র শিল্ড নিয়ে ডাকা বৈঠকে যোগ দেয়নি মোহনবাগান(Mohunbagan)। তাদের অংশগ্রহন নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখনও পর্যন্ত আইএফএ-র সঙ্গে যোগাযোগ করা হয়নি তাদের তরফে। কিন্তু মোহনবাগান সমর্থকদের আকুল আবেদন তাদের প্রিয় ক্লাব যেন আআইএফএ শিল্ড(Ifa Shield) খেলে। সেইজন্যই তো আইএফএ-কে স্লট রাখার জন্য কাতর আবেদন জানিয়েছে তারা। আইএফএ কথা শুনেছে। মোহনবাগান এবার কী করে সেটাই দেখার।
দীর্ঘদিন পর ফের সিনিয়র পর্যায়ে ফিরছে আইএফএ শিল্ড। ফেডারেশনের থেকে স্লট পাওয়ার পরই শিল্ড আয়োজনের কাজে জোর কদমে নেমে পড়েছে বঙ্গ ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। কিন্তু সেখানেই মোহনবাগানকে(Mohunbagan) নিয়ে দেখা দিয়েছে বিরাট অনিশ্চয়তা। কলকাতার যে ক্লাবটার কাছে শিল্ডের গুরুত্ব সবচেয়ে বেশি, সেই মোহনবাগানই খেলবে কিনা বোঝা যাচ্ছে না। আর তাদের এমন আচরণে ক্রমশই যেন ধৈর্যের বাঁধ ভাঙছে সবুজ-মেরুন সমর্থকদের।
এর আগে মোহনবাগান সমর্থকরা চিঠি দিয়েছিল ম্যানেজমেন্টকে। কিন্তু কোনও উত্তর আসেনি। প্রিয় ক্লাবের খেলার আশা যাতে থাকে সেই কারণে এবার আইএফএ-কে স্লট রাখার আবেদনও করা হয়েছে। এই বৃহস্পতিবারই ছিল শেষ সময়। কিন্তু তাদের আবেদন মোহনবাগানের জন্য যেন আরেকটু সময় বাড়ানো হয়। কারণ শেষমুহূর্তে যদি খেলার সিদ্ধান্ত হয় তাদের ক্লাবের যেন কোনও সমস্যা না হয়। আইএফএ কথা শুনেছে। শনিবার দুপুর দুটো পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
অনির্বাণ দত্তের(Anirban Dutta) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “মোহনবাগান সমর্থকর আমাদের কাছে একটা চিঠি দিয়েছে। তারা বলেছে আমাদের ক্লাব যদি খেলে আইএফএ শিল্ডটা, কারণ এই শিল্ডটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমাদের জন্য আপনারা একটা স্লট রাখুন। তাদের আবেগের কথা ভেবে এবং আইএফএ শিল্ডটা তো মোহনবাগানের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। তাদের লেগাসি, সম্মান জড়িয়ে রয়েছে। তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়েই আমরা সময় সীমা বাড়াচ্ছি। আগামী শনিবার দুপুর দুটো পর্যন্ত আমরা সময় দিচ্ছি। এই পর্যন্ত আমরা সময় দিচ্ছি। তারপর কিন্তু আমরা বন্ধ করে দেব”।
আগামী ৮ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে আইএফএ শিল্ড। শেষপর্যন্ত মোহনবাগানকে দেখা যায় কিনা সেদিকেই এখন তাকিয়ে সকলে।







