সের্জিও বুসকেৎস (Sergio Busquets)। ৩৭ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার (Spanish midfielder) বৃহস্পতিবার জানিয়ে দিলেন এই মরশুমের শেষে তিনি পেশাদার ফুটবল থেকে অবসর নিচ্ছেন। ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করে স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, ‘ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। আমি গর্বিত, কৃতজ্ঞও সমস্ত ফুটবল সমাজের কাছে। আমার আর কিছু পাওয়ার নেই ফুটবল থেকে। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।’
বার্সেলোনার স্বর্ণযুগের ফুটবলার তিনি। বার্সেলোনার জার্সিতে ৯টা লা লিগা খেতাব এবং ৩টে চ্যাম্পিয়ন্স লিগের খেতাব তার ঝুলিতে। দেশের হয়ে ১৪৩টা ম্যাচ খেলেছেন বুসকেৎস। দেশের হয়ে ২০১০-এর বিশ্বকাপ আর ২০১২-র ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই তার খ্যাতি ছিল।
২০২২-এ আন্তর্জাতিক ফূটবল থেকে অবসর নেওয়ার পর ২০২৩-এ বুসকেৎস যোগ দেন ইন্টার মায়ামিতে (Inter Miami), তার পুরোনো বন্ধু লিওনেল মেসির (Lionel Messi) সঙ্গে। এই মরশুমে এখনও পর্যন্ত মায়ামির হয়ে ২৮টা ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। ৮টা অ্যাসিস্ট রয়েছে। হলুদ কার্ড দেখেছেন ৪টে।
মায়ামির কোচ, আর্জেন্টিনার প্রাক্তন বিশ্বকাপার হাভিয়ের মাসচেরানো গত সপ্তাহেই বলেছেন, “এখনও ৩৭ বছর বয়সেও ইন্টার মায়ামির মাঝমাঠের প্রধান শক্তি সের্জিও বুসকেৎস। যে গতিতে ওঠানামা করে সেটা তরুণ প্রজন্মের কাছে শিক্ষণীয় হয়ে থাকবে। যে দক্ষতায় এখনও পজিশন বদলায় এবং বিপক্ষের প্রতিআক্রমণকে মাঝমাঠে থামিয়ে দেয় সেটা ঈর্ষণীয়।”







