আগামী ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের(Asia Cup) ফাইনাল। সেখানেই ভারতের বিরুদ্ধে নামার আগে বড়সড় ধাক্কার মুখে পাকিস্তান। দলের অন্যতম সেরা বোলার হারিস রওফ এবার নির্বাসনের মুখে। খেলার মাঠের যুদ্ধের ইঙ্গিত এবং সমর্থকদের সঙ্গে খারাপ আচরণের জন্য ৩ ম্যাচ নির্বাসিত হতে চলেছেন পাকিস্তানের তারকা পেসার। আর তাতেই ফাইনালেও কার্যত টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নামতে পারবেন না হারিস রওফ(Haris Rauf)।
ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচেই বারবার মেজাজ হারাতে দেখা গিয়েছিল হারিস রওফকে(Haris Rauf)। শুধুমাত্র তিনিই নন, পাকিস্তানের ব্যাটাররাও মাঠে খারাপ ইঙ্গিত করেছিল। ব্যটাররা ব্যাট নিয়ে বন্দুকের মতো ঈশারা করেছিল। হারিস রওফও মাঠে যুদ্ধের ইঙ্গিত করেছিল। এরপর সাইড লাইনে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে করেছিলেন কটুক্তি। আর এসবই আইসিসির নিয়ম বিরুদ্ধে। তাঁর এমন আচরণের জন্যই বড় শাস্তি দেওয়ার পথে এগোতে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
পহেলগাম ঘটনার জন্য ইতিমধ্যেই পাকিস্তানকে খেলার মাঠেও কার্যত বয়কট করেছে ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধে দুটো ম্যাচেই হ্যান্ডশেক থেকে সৌজন্য বিনিময় বয়কট করেছিল ভারতীয় দল। আর তাতেই রেগে আগুন হয়েছিল পাকিস্তান। তারই প্রতিফলন ধরা পড়েছিল পাক ক্রিকেটারদের মধ্যে।
বিশেষ করে হারিস রওফের আচরণ। তিনি স্লেজিংয়ের পাশাপাশি খারাপ আচরণ করেছিলেন। আর সেটাই ভালোভাবে নেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। শোনা যাচ্ছে হারিস রওফকে তিন ম্যাচ নির্বাসনের পাশাপশি ১০০ শতাংশ নাকি ম্যাচ ফি কাটতে চলেছে। আর এমনটা হলে যে ফাইনালেও নামতে পারবেন না রওফ তাও স্পষ্ট। পাকিস্তান যে ফাইনালে নামার আগেই চাপে পড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।







