ডিসেম্বরে বড়দিনের উৎসবের আগেই শহর কলকাতা ভাসতে চলেছে ফুটবলের উৎসবে। কারণ লিওনেল মেসি(Lionel Messi) আসছেন শহরে। এখন থেকেই যেন এলএম টেনের(LM 10) শহরে আসা নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। প্রায় ১৪ বছর পর ফের একবার শহরে পা রাখছেন মেসি। প্রখ্যাত ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের(Shatadru Dutta) হাত ধরেই ফের একবার মেসি আসছেন কলকাতায়। তাঁকে ঘিরে শহর জুড়ে রয়েছে একাধিক পরিকল্পনা। রয়েছে বহু চমক। যুবভারতীতে যেমন নামবেন মেসি(Lionel Messi)। তেমনই কিশোর ফুটবলারদের সঙ্গে সময় কাটাবেন তিনি। আর সবটাই সম্ভব হচ্ছে শতদ্রু দত্তের চেষ্টায়। ভারতের তিন শহরে ঘুরবেন মেসি। কলকাতায় তাঁর সঙ্গে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে(Sourav Ganguly)। মুম্বইতে সচিন এবং দিল্লিতে মেসির পাশে দেখা যেতে পারে বিরাট কোহলিকেও। তাঁকে ঘিরে নানান পরিকল্পনা জানালেন শতদ্রু দত্ত(Shatadru Dutta)।
লিওনেল মেসি(Lionel Messi) শহরে আসছেন। মাঠে তো অনেকেই যাবেন, কিন্তু মেসিকে দেখার জন্য স্কৃণেও তো চোখ রাখবেন অনেকে। আর সেই দায়িত্বেই এবার পিআর সলিউশন(PR Solution)। লিওনেল মেসির ভারত ভ্রমনের ব্রডকাস্টিংয়ের অফিসিয়াল পার্টনার এবার পিআর সলিউশন(PR Solution)। সেই কথাও শনিবার ঘোষণা করলেন শতদ্রু দত্ত।
লিওনেল মেসিকে(Lionel Messi) তো আনছেনই। কিন্তু এখানেই থেমে থাকছেন না শতদ্রু। মেসির পর শহরবাসীকে এবার আরেকটা উপহার দিতে চলেছেন তিনি। সবকিছু ঠিকঠাক চললে তাঁর হাত ধরেই এবার আসতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর সেটা হলে প্রথমবার ভারতে আসবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(Cristiano Ronaldo)। একইসঙ্গে শতদ্রু দত্ত জানালেন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনাও। এরপরই ছোটদের ফুটবলে মনোযোগ দিতে চান তিনি। ছোট ফুটবলারদের খুঁদে বের করে তাদের বিদেশে পাঠিয়ে প্রস্তুতির ব্যবস্থা করতে চান শতদ্রু দত্ত। সরাসরি না বললেও, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কাজটাই যে তিনি শুরু করতে চান তা বলার অপেক্ষা রাখে না।







