ভারত(India) আগেই দল ঘোষণা করে দিয়েছে। আগামী ১৯ অক্টোবর থেকে শুরু অস্ট্রেলিয়া বনাম ভারত(AUSvIND) ওডিআই সিরিজ। তারই দল ঘোষণা করল এবার অস্ট্রেলিয়া(Australia)। আর সেথানেই অস্ট্রেলিয়ার সেরা তিন তারকা ক্রিকেটার দলে নেই। এই মুহূর্তে চোট আঘাতে জেরবার অস্ট্রেলিয়া। সেই কারণেই কামিন্স, ম্যাক্সওয়েলদের মতো তারকা ক্রিকেটারদের ছাড়াই দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া। কামিন্সের পরিবর্তে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার অধিনায়ক এবার মিচেল মার্শ(Mitchell Marsh)।
ভারতের(India) বিরুদ্ধে তিনটি ওডিআই এবং পাঁচটি টি টোয়েন্টির সিরিজ খেলবে অস্ট্রেলিয়া(Australia)। ওডিআই দলের পাশাপাশি প্রথম দুটো টি টোয়েন্টি ম্যাচেরও দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ওডিআই সিরিজে জায়গা হয়নি ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সের। কোমড়ের সমস্যা কাটিয়ে এখনও পর্যন্ত উঠতে পারেননি তিনি। সেরে উঠতে নাকি এখনও বেশ কিছু দিন সময় লাগবে তাঁর। সেইসঙ্গে সামনেই রয়েছে অ্যাশেজ। সেই কথা মাথায় রেখেই কামিন্সকে বিশ্রাম দেওয়া হয়েছে।
অন্যদিকে এখনই গ্লেন ম্যাক্সওয়েলের হাতের হঁড়ে চিড় ধরেছে। সেই চোট এখনও সারতে বেশ কয়েক মাস সময় লাগবে। তবে মার্নাস লাবুসেনকে বাদ দেওয়া হয়েছে একেবারে তাঁর পারফরম্যান্সের জন্যই। সম্প্রতি একেবারেই ভালো ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন না তিনি। সেই কথা মাথায় রেখেই লাবুসেনকে বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ওডিআই স্কোয়াড
মিচেল মার্শ, জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারসুইস, ন্যাথান এলিস, ক্যামেরণ গ্রীণ, জশ হেজেলউড, ট্রেভিস হেড, জশ ইঙ্গলিস, মিচেল ওয়েন, ম্যাথু লেনেশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।
ওডিআই স্কোয়াডে ক্যামেরণ গ্রীণকে রাখা হলেও, টি টোয়েন্টি স্কোয়াডে অবশ্য নেই তিনি। কারণ একটাই সামনে রয়েছে অ্যাশেজ। সেখানে খেলার আগে ক্রিকেটারদের বিশ্রাম দিতে চায় অস্ট্রেলিয়া। সেই কারণেই এমন সিদ্ধান্ত। আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হবে ওডিআই সিরিজ।







