দুর্ধর্ষ যশস্বী জয়সওয়াল(Yashasvi Jaiswal)। প্রথম দিন ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে একাই শাসন করলেন তিনি। যশস্বীর(Yashasvi Jaiswal) দুরন্ত সেঞ্চুরি ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দিনই রানের পাহাড়ে ভারত। প্রথম দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ৩১৮। ক্রিজে অপরাজিত রয়েছেন যশস্বী জয়সওয়াল ও শুভমন গিল(Shubman Gill)। দীর্ঘদিন পর রানের ফিরলেন যশস্বী। দ্বিতীয় দিন তাঁর দ্বিশতরানের দিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। সেইসঙ্গে যোগ্য সঙ্গত দিয়ে ২০ রানে ক্রিজে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিলও। যশস্বী জয়সওয়াল(Yashasvi Jaiswal) দাঁড়িয়ে ১৭৩ রানে।
টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের(India Team) অধিনায়ক শুভমন গিল(Shubman Gill)। শেষ কয়েকটি ম্যাচে বড় রান করতে পরেননি যশস্বী জয়সওয়াল(Yashasvi Jaiswal)। এদিন শুরু থেকেই বিধ্বংসী ফর্মে ছিলেন তিনি। তবে কেএল রাহুল প্রথম ইনিংসে ব্যর্থ। ৩৮ রানেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। সেইসঙ্গে ৫৮ রানে প্রথম উইকেট খুইয়ে ভারতও খানিকটা চাপে পড়ে গিয়েছিল। সেই সময়ই যশস্বীর(Yashasvi Jaiswal) সঙ্গে হাল ধরেছিলেন সাই সুদর্শন। আর তাদের পার্টনারশিপটাই ভারতের বড় রানের লক্ষ্যটা স্থির করে দিয়েছিল।
সাই সুদর্শনের(Sai Sudarshan) সঙ্গে যশস্বী জয়সওয়ালের ১৯৪ রানের পার্টনারশিপ। আক্ষেপ শুধু একটাই মাত্র ১৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল সাই সুদর্শনের। তবে যশস্বী জয়সওয়াল(Yashasvi Jaiswal) ছিলেন এদিন অপ্রতিরোধ্য। তাঁকে আটকাতে ব্যর্থই ছিলেন ওয়ারিকান, গ্রিভসরা। তার্যত একা হাতেই ভারতের রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা তুলে নেন এই তারকা ক্রিকেটার।
কেরিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরিটাও এদিনই পান তিনি। সেইসঙ্গে তাঁর ব্যাটে ছিল চার ও ছয়ের ঝলকও। ১৪৫ বলে সেঞ্চুরি করেন যশস্বী জয়সওয়াল। সেই থেকেই তাঁকে ঘিরে সকলের প্রত্যাশার পারদ চড়তে থাকে।
সাই সুদর্শন ফিরতে যশস্বীকে সঙ্গ দেওয়া শুরু করেন শুভমন গিল(Shubman Gill)। তাদের হাত ধরেই এবার বড় রানের পথে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া। প্রথম দিনের শেষে ১৭৩ রানে ক্রিজে দাঁড়িয়ে রয়েছেন যশস্বী। তাঁর গোটা ইনিংসে রয়েছে ২২টি চার। দ্বিশতরানের থেকে আর মাত্র ২৭ রান দূরে রয়েছেন তিনি। দ্বিতীয় দিনের শুরু থেকে যে সেদিকেই সকলের নজর রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ২০ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন অধিনায়ক শুভমন গিল।







