রঞ্জি ট্রফি(Ranji Trophy) খেলতে বাংলা শিবিরে যোগ দিয়েছেন মহম্মদ সামি(Mohammed Shami)। আর সেখানেই অজিত আগরকরকে(Ajit Agarkar) একহাত নিলেন ভারতীয় দলের এই তারতা পেসার। তাঁর ফিটনেস নিয়ে আগরকরের কাছে কোনওরকম খবর না থাকার কথা জানানে হয়েছিল। সেই জবাবটাই এবার দিলেন মহম্মদ সামি(Mohammed Shami)। তাঁর থেকে ফিটনেসের তথ্য নাকি চাওয়াই হয়নি ভারতীয় দলের তরফ থেকে। সেইসঙ্গে ৫০ ওভারের ম্যাচ খেলার বিষয়েও মুখ খুললেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সামির(Mohammed Shami) এমন মন্তব্যের পরই ভারতীয় ক্রিকেট মহল জুড়ে হৈচৈ।
কয়েকদিন আগে হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি(Champions Trophy) তো বটেই, এমনকি অস্ট্রেলিয়ার(Australia) বিরুদ্ধে ওডিআই সিরিজেও ভারতীয় দলে জায়গা হয়নি মহম্মদ সামির। সেখানেই অজিত আগরকরের সাফ জবাব ছিল যে মহম্মদ সামি(Mohammed Shami) এখন কতটা ফিট তা নাকে জানেন না তিনি। আর এতেই ক্ষুব্ধ ভারতীয় দলের এই তারকা পেসার। তাঁর সঙ্গে যোগাযোগই করা হয়নি। সাজা সাপ্টা উত্তর দিয়ে দিলেন মহম্মদ সামি।
ইডিনে বুধবার রঞ্জি ট্রফিতে(Ranji Trophy) যাত্রা শুরু করবে বাংলা। প্রতিপক্ষ উত্তরাখন্ড। সেই ম্যাচের আগেই সামির মন্তব্যে ক্রিকেট মহল জুড়ে হৈচৈ। মহম্মদ সামি জানিয়েছেন, “ভারতীয় দলের তরফে আমার ফিটনেস সম্বন্ধে কোনও কিছু জানার জন্য চেষ্টাই করা হয়নি। আমি নিশ্চই নিজে থেকে জানাবো না আমার ফিটনেস আপডেট। আমি যদি চার দিনের রঞ্জি ট্রফির(Ranji Trophy) ম্যাচ খেলতে পারি, তূবে কেন ৫০ ওভারের ম্যাচ খেলতে পারব না”।
সামির এমন মন্তব্য কিন্তু ভারতীয় দল নির্বাচন ঘিরেও বহু প্রশ্ন তুলে দিচ্ছে। ২০২৩ বিশ্বকাপের পর থেকেই চোটের জন্য ভারতীয় দলের বাইরে ছিলেন মহম্মদ সামি। আইপিএল দিয়ে প্রত্যাবর্তন করেছিলেন তিনি। কিন্তু এরপরও ভারতীয় দলের দড়জা খোলেনি। মাঝে টি টোয়েন্টি দলে এলেও, এখনও পর্যন্ত টেস্ট এবং ওডিআই দলের হয়ে খেলার সুযোগ পাননি। বারবারই তাঁর ফিটনেস সমস্যা নিয়ে কথা উঠছে।
সেখানেই মহম্মদ সামির(Mohammed Shami) যুক্তি, “আমি যদি ফিটই না থাকি, তবে তো এই সময় আমার এনসিএ-তে থাকার কথা। কিন্তু ব্যাপারটা তো তেমন নয়। আমি রঞ্জি ট্রফি খেলতে নামছি।
এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল ঘোষণার পর থেকেই প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা গৌতম গম্ভীর এবং অজিত আগরকরের(Ajit Agarkar) দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। মহম্মদ সামির এই মন্তব্যটা সেই সমালোচনার আগুনেই ঘি ঢালল তা বলার অপেক্ষা রাখে না”।







